ইউকে বিসিসিআই সাউথ ওয়েষ্ট অফ ইংল্যান্ডের বিজনেস নেটওয়ার্কিং ইভেন্ট
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ৮:২৬:১৯ অপরাহ্ন
ফজলুল হক লন্ডন: সামারসেটে ওয়েস্টন ফুটবল ক্লাবের হল রুমে ১ সেপ্টেম্বর রোববার ইউকে বিসিসিআই সাউথ ওয়েষ্ট অফ ইংল্যান্ডের, সামারসেট রিজিয়নের উদ্যোগে জাঁকজমক পরিবেশে এক রোডশো এবং বিজনেস নেটওয়ার্কিং ইভেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইউকেবিসিসিআই পরিচালক করিম মিয়া শামীমের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত সকল ব্যাসায়ীদের পরিচয় করে দেন এবং সংগঠনের সদস্য পদ হওয়ার জন্য অনুরোধ করে স্বাগত বক্তব্য রাখেন।
এতে সভাপতিত্ব করেন ইউকে বিসিসিআই-র সভাপতি এম জি মওলা মিয়া এমবিই, এবং ইউকেবিসিসিআই এর সদস্যদের সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউকেবিসিসিআই-র আইন বিষয়ক পরিচালক ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া। পবিত্র কোরান তেলাওয়াত করেন ইমাম কাওয়াসে উদ্দিন।
সংগঠনের সদস্যদের সুবিধা সম্পর্কে ব্রিফিং বক্তব্য রাখেন বজলুর রশিদ এমবিই, প্রতিষ্ঠাতা সভাপতি ইউকেবিসিসিআই,নাজমুল ইসলাম নুরু, সাবেক সভাপতি ইউকেবিসিসি, সাবরিনা হোসেন সিইও এনটিভি ইউরোপ, ইউকেবিসিসিআই এর ফাইনেনস ডাইরেক্টর কমরু আলী, মুসলে উদীন, ডিরেক্টর কারি কানেক্ট, আব্দুল নাসির, আবুল কালাম, ডক্টর আনিছ আহমদ, নাজ ইকবাল, মিরাজ আজিজ এবং সেলু মিয়া সহ আরও অনেকে।
বক্তারা বলেন ইউকেবিসিসিআইকে আরও শক্তিশালী করার লক্ষে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে রিজিয়ন করে নতুন নতুন তরুণ উদ্যোগতা তৈয়ার করার জন্য দিন রাত কাজ করে যাচ্ছে।