কত বছর থাকবে এ সরকার, সংবাদপত্রের সম্পাদকরা যা বললেন প্রধান উপদেষ্টাকে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ৭:০২:১৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: দেশের সংবাদপত্রের ২০ জন সম্পাদকের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এক বৈঠক অনুষ্ঠিত হয়।
এ নিয়ে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, বৈঠক হয় দেড় ঘণ্টা। সেখানে ড. ইউনূস একটি তথ্য জানান। বলেন, আরব আমিরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করায় যে ৫৭ বাংলাদেশির সাজা হয়েছিল, তাদের ক্ষমা করে দেয়া হয়েছে।
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টার সাথে সম্পাদকদের বৈঠকে উঠে আসে সরকারের মেয়াদ ইস্যু। ড. ইউনূসই জানতে চান, যৌক্তিক সময় কতটুকু হওয়া উচিত। কেউ কেউ সরকারের মেয়াদ কমপক্ষে ২ বছরের পক্ষে বলেছেন। তবে বেশিরভাগই বলেছেন, সরকারের কাজের ওপর নির্ভর করবে মেয়াদ।
প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অন্তবর্তী সরকার যে সুযোগ পেয়েছে, তা কাজে লাগাতে হবে। গণমাধ্যমের ওপর কালা-কানুন বাতিলের দাবি জানিয়েছেন সম্পাদকরা। মিডিয়া কমিশন গঠনের কথাও বলেছেন অনেকে। সংবিধান এবং নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাবও এসেছে বৈঠকে।