দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ৬:০২:৩৯ অপরাহ্ন
লন্ডন অফিস: দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী গত ২ সেপ্টেম্বর সোমবার কেক কেটে পালন করা হয়। লূটনের একটি হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহজাহান শিকদার। পরিচালনায় ছিলেন এম এ আলী।
গাজী আব্দুল আহাদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান আবু জাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন সভাপতি কামাল আহমদ, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সেলিম আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মারুফ আহমেদ, বিশিষ্ট মুরব্বি আজমল খান।
সভায় বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী দিনের করণীয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন আব্দুর রশিদ বাবুল, মোস্তফা মিয়া, এমদাদুল হক পাভেল, বদরুল হক শাহীন, ফখরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, ডালিম আহমদ, সেবুল ইসলাম, আবুল হোসেন, নিজাম উদ্দিন, গাজী বকুল মিয়া, খলিল খান, সালেহ আহমদ, তোয়াহিদুর রহমান টিপু, ডক্টর হেলাল আহমদ, গাজী আব্দুল আহাদ, ইমরান আজাদ এবং সেবুল মিয়া প্রমুখ।
সভায় সদ্যপ্রয়াত সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব আব্দুল আহাদ সহ যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য শোক প্রস্তাব ও রূহের মাগফিরাত কামনা করা হয় এবং সদ্য গ্রীষ্মকালীন ভ্রমণে সংগঠনের অন্যতম সিনিয়র সদস্য আলী আকবর জেপি ক্রেষ্ট প্রদান করে সংগঠনকে সম্মানিত করায় তাকে আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন করা হয় ।