লিসবনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্বরণে কবিতা উৎসব
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৪, ৭:০৩:১৭ অপরাহ্ন
মোঃ রাসেল আহম্মেদ, বিশেষ প্রতিনিধি: ইউরোপ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্বরণে কবিতা উৎসব করেছে পর্তুগাল সাহিত্য সংসদ।
৩০ আগষ্ট শুক্রবার লিসবনের ফোর স্টার হোটেল মন্ডিয়ালে স্থানীয় সময় সন্ধ্যা ৮টায় সংগঠনের সভাপতি মো: এনামুল হকের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক প্রান্ত সাহ এবং নারী বিষয়ক সম্পদাক রুনা আক্তারের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক আবুল হোসেন আসাদ।
কবিতা উৎসবকে দুটি অংশে বিভক্ত করে অনুষ্ঠান পরিচালনা করেন। প্রথম পর্বে বিদ্রোহী কবির জীবনী নিয়ে আলোচনা এবং ২য় অংশে প্রবাসে বেড়ে উঠা শিশুদের নিয়ে কবিতা, নৃত্য ও পুরস্কার বিতরনী। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল শিশুর হাতে পুরস্কার তুলে দেন মান্যবর রাস্ট্রদূত রেজিনা আহমেদ, বাংলাদেশ দূতাবাস লিসবন।
আলোচনায় বক্তারা কবির বিভিন্ন সৃষ্টি বিশেষ করে কবিতা গান এবং হাম ও নাতের বিভিন্ন প্রেক্ষাপট আলোচনা করেন। পাশাপাশি কবির বিদ্রোহী ও বিপ্লবী চেতনার বহিঃপ্রকাশ আমাদের জাতীয় ও ব্যক্তিগত জীবনে তার গুরুত্ব আলোচনা করেন। কবিকে যথাযথ সম্মান ও তার জীবন নিয়ে আরো বেশী গবেষণার তাগিদ দিয়েছেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিটন আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি। পর্তুগাল সাহিত্য, স্বপ্নীল নিশান সহ-সভাপতি,পর্তুগাল সাহিত্য সংসদ, হাফিজ আল আসাদ, যুগ্ম সাধারন সম্পাদক, আলমগীর হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক, নাঈমা বিধী, সহ-সাংগঠনিক সম্পাদক, পর্তুগাল সাহিত্য সংসদ, ইসরাত জাহান ঝুম, কবি ও সাহিত্যিক। কবি নজরুল গবেষক ও সংগীত শিল্পী, মোস্তফা আনোয়ার। কবি সাহিত্যিক, গীতিকার ও সুরকার আদনান মুনসুর, তারিকুল ইসলাম আশিক, লেখক ও সাংবাদিক, জহিরুল ইসলাম মুন লেখক ও সাংবাদিক, আনোয়ার এইচ খান ফাহিম, উপদেষ্টা মন্ডলীর সদস্য পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ এসোসিয়েশন, খাইরুল কবির শিমুল, কুমিল্লা উত্তর কমিউনিটি অব পর্তুগাল, সাংগঠনিক সম্পাদক, মাহাবুব আলম, সহ-প্রচার সম্পদাক, পর্তুগাল সাহিত্য সংস, হাবিবুল্লাহ হাবিব দপ্তর সম্পাদক, পর্তুগাল সাহিত্য সংসদ।