বড়লেখা প্রেসক্লাবের নতুন কমিটির পরিচিতি সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৪, ৫:০৯:০৩ অপরাহ্ন
আশফাক আহমেদ,বড়লেখা প্রতিনিধি : বড়লেখা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টায় মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে ইয়াম্মী প্যারাডাইস চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্দুর রব। শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট গোপাল চন্দ দত্ত।
আরো পড়ুন ➡️ রাজনগরে জালালাবাদ এসোসিয়েশন কুয়েতে’র উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
এসময় আরও বক্তব্য দেন সহ-সভাপতি ইকবাল হোসেন স্বপন, খলিলুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান শামীম, জালাল আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, প্রচার সম্পাদক তপন কুমার দাস, দপ্তর সম্পাদক এ.জে লাবলু, ক্রীড়া সম্পাদক আদিব মজিদ, কার্যকরী সদস্য লিটন শরিফ, মিজানুর রহমান, আজাদ বাহার জামালি, মস্তুফা উদ্দিন।
এছাড়াও নবাগত সদস্যদের মধ্যে বক্তব্য দেন মিফতা আহমদ রিটন, হানিফ পারভেজ, তারেক মাহমুদ, তাহমীদ ইশাদ রিপন, তাহের আহমেদ, ফয়সাল মাহমুদ, আশফাক আহমদ, সিরাজুল ইসলাম রিপন ও রেদওয়ান আহমদ প্রমুখ।