বড়লেখায় পাকশাইল গ্রেট ভিশন এসোসিয়েশনের কার্যালয়ের শুভ উদ্বোধন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৪, ২:৪৬:২৩ অপরাহ্ন
আশফাক আহমেদ, বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় জমকালো আয়োজনে সু-পরিচিত সামাজিক সংগঠন পাকশাইল গ্রেট ভিশন এসোসিয়েশনের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফিতা কেটে নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
গ্রেট ভিশনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও গ্রেট ভিশনের সেক্রেটারী হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন গ্রেট ভিশনের প্রধান উপদেষ্ঠা আব্দুল্লাহ আল মাহফুজ সুমন। বিশেষ অতিথির বক্তব্য দেন গ্রেট ভিশনের উপদেষ্ঠা ডাঃ নোমান উদ্দিন, কুতুবউদ্দিন সাবেক সভাপতি এইচ এম ফয়সাল, শুভাকাঙ্ক্ষী জামিল আহমেদ প্রমুখ।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি গ্রেট ভিশন এসোসিয়েশনের সামাজিক কর্মকান্ডের জন্য ভূয়সী প্রসংশা করেন। সামাজিক ও মানবিক কর্মকান্ডে গ্রেট ভিশনকে সর্বাত্মক সহযোগীতা করা প্রয়োজন। এসময়ে তিনি সাবেক দায়িত্বশীল ও প্রবাসীদের সমাজ সেবায় বিভিন্ন সহযোগীতার কথা উল্লেখ করেন।