অনুপম নিউজের যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল ৩৮ তম মিশিগান ফোবানার মিডিয়া কো-কনভেনর মনোনীত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৪, ১২:০৯:১৮ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: মিডিয়া ব্যক্তিত্ব কামরুজ্জামান হেলাল ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) ৩৮ তম মিশিগান ফোবানার হোস্ট কমিটির মিডিয়া কো-কনভেনর হিসাবে দায়িত্ব পালন করবেন।
মিশিগানের অন্যতম সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান (বাম) ৩৮ তম ফোবানার হোস্ট। আগস্টের ৩০,৩১ ও ১ সেপ্টেম্বর ২০২৪ ইং, মিশিগান ষ্টেটের ডেট্রয়েট সিটির বাংলা টাউনের জেইন ফিল্ডে ও সাউথফিল্ডের হিলটন গার্ডেন ইন হোটেলে এবারই প্রথম যৌথ স্থানে বসতে যাচ্ছে জমকালো এই আসর।
তিন দিনের ফোবানা কনভেশনে কামরুজ্জামান হেলাল ৩৮ তম মিশিগান ফোবানার হোস্ট কমিটির মিডিয়া কো কনভেনর মনোনীত হয়েছেন। বিগত দিনে তিনি ফোবানার মিডিয়া কমিটির সাথে জড়িত ছিলেন বর্তমানে অনুপম নিউজ, আরটিভি এবং আইটিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া কামরুজ্জামান হেলাল বাংলা প্রেসক্লাব মিশিগানের সাবেক সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে তিনি কার্যকরী কমিটির অন্যতম সদস্য। তিনি ইতিমধ্যে সাংবাদিকতার জন্য মিশিগানের গভর্নর এবং সিনেটর এছাড়া এপিআই ভোট মিশিগানের পক্ষ থেকে বিশেষ সম্মাননা অ্যাওয়ার্ড পেয়েছেন।
তিনি পরিবার নিয়ে মিশিগান ষ্টেটের এ্যান আরবর সিটিতে বসবাস করছেন সাংবাদিকতার পাশাপাশি বর্তমানে তিনি আমেরিকার প্রথম সারির একটি ব্যাংকে কর্মরত আছেন। কামরুজ্জামান হেলাল বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন প্রয়াত মোক্তার হোসেন ও হালিমা খাতুনের সন্তান তিনি ৬ ভাই বোনের মধ্যে সবার ছোট। শিক্ষা জীবনে তিনি জীবননগর পাইলট হাই স্কুল এবং জীবননগর ডিগ্রী কলেজের ছাত্র ছিলেন পরবর্তীতে ঢাকাতে পিইউবিতে বিবিএ এবং মার্কেটিংএ এমবিএ শেষ করেন। বর্তমানে ৩৮ তম মিশিগান ফোবানা সফল করতে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছেন এবং তাকে মিশিগান ফোবানার হোষ্ট কমিটির মিডিয়া কো কনভেনর নির্বাচিত করায় ফোবানার সংশ্লিষ্ট সকলকে বিশেষ ধন্যবাদ জানান।
বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান আয়োজিত এবারের ফোবানা সম্মেলনে সেমিনার, ইয়ুথ ফোরাম, ট্যালেন্ট হান্ট, বিজনেস ডিসকাশন, সাহিত্য আসর, মেলা সহ থাকছে নানান আয়োজন। এছাড়া ও ফোবানা সম্মেলনে গান গাইতে আসছেন বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী বালাম, দিনাত জাহান মুন্নী, বিন্দু কণা, সেলিম চৌধুরী, ইবরার টিপু, তোসিবা, টেন এন্ড হাফ মাইল, ইকবাল, হিমেল, শাফি, জিন্নাহ খান সহ স্থানীয় এবং নর্থ আমেরিকার নাম করা অনেক শিল্পীরা।