বড়লেখায় ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে নিসচা’র আলোচনা সভা ও দোয়া
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৪, ৫:৪৩:৫৩ অপরাহ্ন
আশফাক আহমেদ,বড়লেখা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে শাহাদাত বরণকারীদের আত্মার মাগফিরাত কামনায় ও বর্ন্যাতদের সহায়তা এবং দুর্যোগ মুক্তি কামানায় জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা হাফেজ আব্দুল্লাহ আল মারুফ।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮ টায় পৌর শহরের স্থানীয় কার্যালয়ে নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য দেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক আলিম উদ্দিন।
আরো পড়ুন ➡️ বড়লেখায় জামায়াতে ইসলামীর প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
বিশেষ অতিথির বক্তব্য দেন নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, আমান হাসান, হাজীগঞ্জ বাজার বণিক সমিতির আহবায়ক কমিটির সদস্য জমির উদ্দিন, এছাড়াও উপস্থিত ছিলেন দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, সমাজকল্যাণ ক্রীড়া সম্পাদক নূরে আলম মোহন, কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, ছাদিকুর রহমান, শাহাব উদ্দিন, অসীম কর প্রমুখ।
এদিকে সম্প্রতি সময়ে নিসচা বড়লেখা শাখার নেতৃবৃন্দদের মরহুম পিতা-মাতার মাগফিরাত কামনায়ও বিশেষ মোনাজাত করা হয়।
পরে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলিম উদ্দিনকে সংবর্ধনা এবং নিসচা বড়লেখা শাখার কার্যকরী সদস্য ওমান প্রবাসী নজমুল ইসলাম স্বদেশে আগমন উপলক্ষে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।