বড়লেখায় জামায়াতে ইসলামীর প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৪, ৫:৩৫:৩৭ অপরাহ্ন
আশফাক আহমেদ,বড়লেখা প্রতিনিধি :মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাথীদের নিয়ে প্রীতি সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা।
এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলাস্থ নিজস্ব কার্যালয়ে উপজেলা আমীর এমাদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহফুজ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ইয়ামির আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কর্ম পরিষদ সদস্য হেলাল উদ্দিন, আব্দুল বাছিত, উপজেলা শুরা সদস্য প্রভাষক আব্দুল মু্হাইমিন, মৌলভীবাজার জেলা শিবিরের সাবেক সভাপতি আব্দুস সামাদ, জয়নাল আবেদীন প্রমুখ।