দৌলতপুরের আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজের সাবেক ছাত্রদের পুনর্মিলনী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৪, ১:১৩:৪৮ অপরাহ্ন
লন্ডন অফিস: বিশ্বনাথের দৌলতপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক ছাত্রদের এক পুনর্মিলনী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে গত ২৮ আগস্ট লন্ডনের ইমপ্রেশন হলে সম্পন্ন হয়েছে।
যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সাবেক ছাত্র, এলাকার শ্রদ্ধেয় শিক্ষানুরাগীবৃন্দ এবং কমিউনিটির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দের প্রানবন্ত উপস্থিতিতে ঐদিনটি যেন এক মহামিলনমেলায় রূপান্তরিত হয়েছিল। উপস্থিত সবাই তাদের পুরুনো বন্ধু, প্রতিবেশী ও এলাকার ছোটবড় সবার সাথে একটি আনন্দমুখর দিন কাটান এবং সবাই তাদের স্কুল জীবনের স্মৃতিচারণ করেন।
উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সলিছিটার আনছার হাবিবের সভাপতিত্বে মনোমুগ্ধকর এই অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন হেলাল মস্তাব, মইনুদ্দীন আনছার, এনামুল হক, আবু তাহের, শাহ তাজুল ইসলাম, জিয়াউল হক, রাসেল আহমদ এবং শাহ সাইদুন নুর।
পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর রাহিমা রাহমান। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা কাওছার আহমদ এবং স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্র ডাঃ আবুল কাহার টিপু। স্কুলের সকল প্রয়াত শিক্ষকবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা শাহ আজিজুল ইসলাম।
স্কুলের প্রতিষ্ঠালগ্ন থেকে চলতি বছর পর্যন্ত ব্রিটেনে অবস্থানরত সাবেক ছাত্র-ছাত্রীদের ছবি এবং নাম সম্বলিত একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সহকারী জজ আব্দুল মতিন, ব্যারিষ্টার নাজির আহমদ, গুলজার খান, হাজী আব্দুল রউফ, হাজী ওয়ারিস উদ্দিন, আব্দুল আহাদ, মহব্বত শেখ, হাছিনুজ্জামান নুরু, ইমরান খান, ময়নুল হক, আব্দুর রহিম রন্জু, মনির খান, শরিফুল ইসলাম, আকলুছ আলী, আব্দুল ওয়াহিদ আলমগির, সুমেদ খান, আবুল হুসাইন প্রমুখ।
কমিউনিটি এবং এলাকার শিক্ষানুরাগীদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, মনিরুজ্জামান চৌধুরী(মানিক), তুলন খান, হাজী আবুল খায়ের, ফয়জুল হক জিতু, আলা মিয়া, আসকির আলী, মতছির আলী, আকবর আলী, তফজ্জুল আলী, আলী আশরাফ, মোঃ কদর উদ্দিন, নজির মিয়া, ফারুক আলী, কাওছার আহমদ প্রমুখ।
আরো পড়ুন ➡️ মামলা প্রত্যাহার চান না ড. ইউনূস ক্ষমতার অপব্যবহার করে
অনুষ্ঠানে সাবেক ছাত্রদের মধ্যে স্মৃতিচারণমুলক বক্ত্যব্য রাখেন তৈয়বুর রহমান, ওয়াহিদ আলী, সারব আলী, আব্দুন নুর, আবুল কাহার, আবুল কাশেম নোমান, শাহ তাজুল ইসলাম, হাবিবুর রহমান, এমদাদুল হক, শাহ সাইদুন নুর, নুর উদ্দিন, আনছার আলী, আবু নাছের অপু, আশিক উদ্দিন, ডাঃ আলা উদ্দিন, মোঃ রুবেল মিয়া প্রমুখ।
উপস্থিত সবাই ব্রিটেনের স্বনামধন্য শিল্পীদের দ্বারা পরিবেশিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠান শেষে সাবেক ছাত্রদের নিয়ে ২৫ সদস্য বিশিষ্ট দুই বৎসর মেয়াদি “Ex Students of Adarsha High School and College, Doulathpur” সংগঠনের জন্য একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়।