আর-রাহমান একাডেমি ইউকের চিলড্রেন এওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৪, ৪:০৬:২২ অপরাহ্ন
লন্ডন অফিস: আর-রাহমান একাডেমি ইউকের (২০২৪) চিলড্রেন এওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
পড় তোমার প্রভুর নামে কোরআনের এই শ্লোগান ধরে আর রাহমান একাডেমি লুটনের লুসি কমিউনিটি সেন্টারে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের ভাইস চেয়ারম্যন ও শারিয়া কাউন্সিলর মিডল্যান্ড চেয়ারম্যন ডঃ এইচ এম মাওলানা আবদুল গফফারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুটন বারের কাউন্সিলার হাজাল সাইমন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলহাজ্ব সাববির আহমদ (বার্মিংহাম) শুভাকাঙ্খী আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল করিম জলিল দাওয়াতুল ইসলাম লুটন, ইমাম মাওলানা ফখরুল ইসলাম ইমাম ও খতিব মাসজিদুল উম্মাহ লুটন, আলহাজ্ব আবদুল আওয়াল আবিদ খান আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে স্থায়ী মেম্বার, আলহাজ্ব মইনুল ইলিয়াসী সভাপতি দাওয়াতুল ইসলাম লুটন, আলহাজ্ব ফারুক পারভেজ, দাওয়াতুল ইসলাম লুটন আবুল কালাম, শুভাকাঙ্খী আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে।
আরো পড়ুন ➡️ সামার টাউন মসজিদে দারুল কিরাতের বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন
শামিম আহমেদ শুভাকাঙ্খী আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে, আশোক মুবিন শুভাকাঙ্খী আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে, আসগার শুভাকাঙ্খী আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে, বদরুল আমিন শুভাকাঙ্খী আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে, নজরুল আমিন শুভাকাঙ্খী আর-রাহমান এডুকেশন ট্রাষট ইউকে, আবু আফতাব শুভাকাঙ্খী আর-রাহমান এডুকেশন ট্রাষট ইউকে, হোসেন আহমদ শুভাকাঙ্খী আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে।
দোয়া পরিচালনা করেন লুটনের উল্লেখযোগ্য আলিমে দ্বীন উলামা উপদেষ্টা হাফিজ মাওলানা আবুল হাছান।
অনুষ্ঠান পরিচালনা করেন আর রাহমান একাডেমি লুটনের প্রিন্সিপাল ও আর-রাহমান এডুকেশন ট্রাস্টের পরিচালক ইমাম মাওলানা নুরুর রহমান সহযোগিতায় ছিলেন এমদাদ আল মানসুর, ছালমা বেগম, মাঈশা তাবাসসুম মাহিয়া, তাহাইয়্যুম মাদিহা, তাজাসসুম প্রমুখ। এতে অনেক অভিভাবকসহ অনেক গুনীজন উপস্থিত ছিলেন।