জাতীয় শোক দিবস উপলক্ষে কেমব্রিজ আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৪, ৩:০২:২৪ অপরাহ্ন
ফজলুল হক: কেমব্রীজ আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে ২৭ শে আগস্ট মঙ্গলবার ভিক্টোরিয়া রোডের মেঘনা রেস্টুরেন্টে শোক সভা অনুষ্ঠিত হয়।
কেমব্রীজ আওয়ামীলীগের সভাপতি সায়েদুর রহমান পাপলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।
বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, শিল্প ও বানিজ্য বিষয়কসম্পাদক আ স ম মিসবাহ, লন্ডন আওয়ামী লীগ নেতা মামুন কবীর চৌধুরী, সাবেক ছাত্র নেতা মারুফুল ইসলাম সোহেল।
আরো পড়ুন ➡️ সামার টাউন মসজিদে দারুল কিরাতের বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন
আরো পড়ুন ➡️ কেন সেফ এক্সিট পেলেন শেখ হাসিনা জানালেন সেনাপ্রধান
সভায় বক্তারা বলেন, “বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেনাবাহিনী ও ড. ইউনুস দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। আমরা ইউনুসের সরকারকে মানিনা ও আন্দোলনের মাধ্যমে তাদের উৎপাত করে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় বসানো হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন গাজী আবদুর রব, জাহান আহমেদ, নজরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিকী, মুহিদুল ইসলাম, সুহেল মিয়া, মাসুদ সাত্তার, তোফায়েল জনি আকরাম, তামিম মজুমদার প্রমুখ।