সামার টাউন মসজিদে দারুল কিরাতের বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৪, ৯:৫১:০৬ অপরাহ্ন
ফজলুল হক: লন্ডনের সামারস টাউন মসজিদের আয়োজনে ২৬ আগস্ট সোমবার দারুল কিরাতের বার্ষিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী ২০২৪ সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মসজিদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মালিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল হাদিস লতিফিয়া কোয়েরি সোসাইটির সাধারণ সম্পাদক মৌলানা আশরাফুল ইসলাম।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রাফি ও আবিদ।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ফজলুল চৌধুরী, মৌলানা আব্দুল কুদ্দুস, শাহ আব্দুল ওয়াদুদ, সৈয়দ ইব্রাহিম হোসেন, হাফিজুর রহমান এবং শাহনেওয়াজ আহমেদ।
দারুল কিরাতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
পরিশেষে আশরাফুল ইসলামের পরিচালনায় বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।