সম্মিলিত সাংগঠনিক ঐক্যের ১ লাখ টাকার চেক হস্তান্তর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৪, ৮:২৮:০৯ অপরাহ্ন
মুরাদ হোসেন, হাবিপ্রবি দিনাজপুর: ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১ মিলিয়ন সবজি চারা ও ৫ একর জমির ধানের চারা উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে।
এ উৎপাদন ব্যয়ে সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের প্রায় ২৭ টি সংগঠনের সম্মিলিত সাংগঠনিক ঐক্য। বুধবার(২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষকদের হাতে তারা ১ লাখ টাকার চেক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন কৃষি অনুষদের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: মহিদুল হাসান, একই বিভাগের প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, কৃষি সম্প্রসারণ বিভাগের প্রফেসর ড. মো. ফারুক হাসান, কৃষিতত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: মমিনুর রহমান এবং উদ্যানতত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: হাসানুর রহমান।
সম্মিলিত সাংগঠনিক ঐক্যের অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।