লন্ডনে চারখাই সামার ফেস্টিভ্যাল ২০২৪ সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৪, ৯:৩৫:৪৭ অপরাহ্ন
লন্ডন অফিস: গ্রেটার চারখাই ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লন্ডনের ভ্যালেন্টাইনস পার্কে “চারখাই সামার ফেস্টিভ্যাল ২০২৪“ নামে কমিউনিটি মিলন মেলা, বনভোজন ও বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম, ওয়েলস, পোর্টসমাউথ, স্কটল্যান্ড সহ বিভিন্ন শহর থেকে দুইশর বেশি মানুষ অংশগ্রহণ করেন।
এ বছরের প্রতিযোগিতায় ছিল বিভিন্ন ধরনের খেলা। পুরুষদের জন্য বিশেষভাবে ছিল দৌড়, হাড়ি ভাঙা, দড়ি টানাটানি সহ বিভিন্ন ক্রীড়া ইভেন্ট। মহিলাদের জন্য ছিল আলাদা কিছু ইভেন্ট, যেমন- বালিশ বদল ও হাড়িভাঙা, যা উৎসবে একটি আনন্দদায়ক পরিবেশ তৈরি করেছিল।
অন্যদিকে বাচ্চাদের জন্যও ছিল বিভিন্ন মজার এবং শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল দৌড়, দড়ি লাফ, চকলেট দৌড় সহ নানা প্রতিযোগিতা। এছাড়াও বাচ্চাদের মেধা যাচাইয়ের জন্য কুইজ প্রতিযোগিতা এবং বুদ্ধিমত্তা প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা তাদের সৃজনশীলতা এবং জ্ঞানার্জনের আগ্রহকে বাড়িয়ে তোলে।
পুরুষদের জন্য বিশেষ আকর্ষণ ছিল ফুটবল প্রতিযোগিতা, যেখানে ২টি দল অংশগ্রহণ করে তাদের প্রতিভা প্রদর্শন করেছে। ফুটবল ম্যাচের উত্তেজনা পুরো মাঠজুড়ে দর্শকদের মন কেড়ে নিয়েছিল। এই ম্যাচের বিজয়ী দলকে আকর্ষণীয় পুরস্কার সহ মেডেল প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল র্যাফেল ড্র ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছিল। পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল আকর্ষণীয় কিছু উপহার, যা উপস্থিত সবাইকে আনন্দিত করে।
এই আয়োজনে উপস্থিত সবাইকে স্বাগত জানান চেয়ারপার্সন আব্দুল কুদ্দুস। জেনারেল সেক্রেটারি জয়নুল ইসলাম চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেলাল আহমেদ চৌধুরী, উপদেষ্টা বারিষ্টার কালাম চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, জাবেদ আহমদ চৌধুরী, সুমন আহমদ চৌধুরী, শিব্বির আহমদ চৌধুরী, সরওয়ার হোসেন, শাহেদ আহমদ চৌধুরী, শামীম আহমদ চৌধুরী, জিবার হোসাইন, সুমন আহমদ, আমজাদ আহমদ চৌধুরী, মাহবুব হোসেন মবু ,ইএইচএন সভাপতি শাহজাহান লস্কর, বিশিষ্ট বাবসায়ী আজাদ বখত লুতু, বাহারুল আলম মাহমুদ, সহ এসোসিয়েশনের অনেক ভলান্টিয়ারবৃন্দ সবাইকে মজাদার খাবার পরিবেশন করেন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর প্রেসিডেন্ট বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ অহিদ উদ্দিন ও মিডিয়া বাক্তিত্ব মিছবাহ জামাল, ডঃ কামরুল হাসান, জাহাঙ্গীর চৌধুরী, তবিরুল ইসলাম হাবিব, শাহিদুল চৌধুরী, কমিউনিটি নেতা শাহাব উদ্দিন হাওয়া টিভি, বাংলা টিভি, আইওন টিভির প্রতিনিধিরা ও বাংলাদেশ থেকে আগত অতিথি শাহেদ চৌধুরী সহ অনেক মহিলা অতিথিরা তাদের পরিবার ও ছেলেমেয়েদের নিয়ে পিকনিকে এসে যোগ দেন।
বক্তারা বলেন গ্রেটার চারখাই ডেভেলাপমেন্ট এসোসিয়েশনের আয়োজনে পার্কে আনন্দ ভ্রমণ সত্যি একটি প্রশংসনীয় উদোগ। বিশেষ করে গ্রেটার চারখাই এলাকার প্রবাসী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও প্রতিবেশীর প্রতি সম্পর্ক বৃদ্ধি ও ভাতৃত্ব বন্ধন সৃষ্টি করাই হলো মুল উদ্দেশ্য।
পরিশেষে চেয়ারপার্সন আব্দুল কুদ্দুস ও জেনারেল সেক্রেটারি জয়নুল ইসলাম চৌধুরী সবাইকে ধন্যবাদ জানান আনন্দ ভ্রমণে অংশ নেয়ার জন্য। সকল অতিথিদের জন্য দুপুরের খাবার ও বিকালের চা এবং নাস্তার আয়োজন ছিল এতে।