খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখায় সমমনাদের সাথে মত বিনিময়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৪, ১০:৩৩:০৭ অপরাহ্ন
লন্ডন অফিস: লন্ডনের ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ ইশাআ’তুল ইসলাম ফোর্ড স্কায়ারে গত কাল ২৫ আগস্ট রোববার বিকাল ৭ টায় খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রাহমানের সভাপতিত্বে এবং সহ-সম্পাদক মাওলানা আব্দুল কারীমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কালামে পাক থেকে তিলাওয়াত করেন হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী।
সভায় বিশ্বজুড়ে ক্রমবর্ধমান মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, গুম এবং খুন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষত বিগত দিনে বাংলাদেশের স্বৈরশাষক শেখ হাসিনা কর্তৃক দেশের আলেম উলামাদের উপর নির্মম নির্যাতন, নিপীড়ন এবং গত জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ-ছাত্র লীগের গুলি এবং গণহত্যার বিচার দাবী করা হয়। মুসলিম উম্মাহ কল্যাণ এবং জনস্বার্থকে সামনে রেখে ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টার অপরিহার্যতা নিয়ে বিস্তর আলোচনা হয় এবং উপস্থিত সবাই একযোগে কাজ করতে ঐকমত্য পোষণ করেন। নেতৃবৃন্দ আগামী দিনে সমমনা ইসলামী দলগুলোর সবাই মিলে ইসলাম এবং জনগণের কল্যাণের স্বার্থে এবং দেশ, ধর্ম এবং জাতিকে সকল প্রকার দেশী এবং বিদেশী সড়যন্ত্র থেকে রক্ষা করতে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।
সভায় সমমনা ইসলামী দলগুলোর মধ্যে সমন্বয় এবং ঐক্যবদ্ধভাবে কাজ পরিচালনা করার জন্য মুফতি মওছুফ আহমদ, হাফিজ মাওলানা আব্দুল কারীম, মুফতি সালেহ আহমদ এবং হাফিজ মাওলান সৈয়দ নাইম আহমদকে সদস্য করে সর্বদলীয় সমন্বয় কমিটি গঠন করা হয়। উপস্থিত অনেকে ভবিষ্যতে সমমনা ইসলামি দল সুমুহের পরিধি আরও বাড়ানোর উপরও জোর দেন। সাভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে, বাংলাদেশ খেলাফত মজলিস এবং জমিয়তে উলামায়ে ইসলামের ইউরোপের প্রতিনিধিগণ।
এতে বক্তব্য রাখেন মাওলানা ডঃ শোয়াইব আহমদ, কেন্দ্রীয় যুগ্ন-সম্পাদক ও সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে, মাও. ফয়েজ আহমদ কেন্দ্রীয় আন্তর্জাতীক বিষয়ক সম্পাদক বাংলাদেশ খেলাফত মজলিস, মাও. শওকত আলী সহকারী পরিচালক খেলাফত মজলিস ইউরোপ, মুফতি মাওছুফ আহমদ সাধারণ সম্পাদক জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ, মাওলানা আলহাজ আতাউর রাহমান কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সহ সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য, মাওলানা সৈয়দ তামীম আহমদ কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সহ সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে। এছাড়া আরও বক্তব্য রাখেন হাফিজ মাওলানা মুফতি হাসান নূরী চৌঃ, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা শাহনুর মিয়া, হাফিজ মাও ছাদিকুর রাহমান, হাফিজ মাও রশিদ আহমদ, হাফিজ শায়খ মুশতাক আহমদ, মাওলানা নুফাইছ আহমদ বরকত পুরী, মাওলানা সালেহ আহমাদ ভুঁইয়া ও মাওলানা জাবির আহমদ।