পোশাক খাতে জিএসপি পাওয়া যাবে যুক্তরাষ্ট্রের শর্তগুলো মানলে: অর্থ উপদেষ্টা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৪, ১০:২৭:২৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের শর্তগুলো পরিপালন করতে পারলে পোশাক খাতে জিএসপি পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
২৫ আগস্ট সচিবালয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হ্যালেন লাফেভের সাথে পোশাক খাতের রপ্তানি সুবিধা নিয়ে আলাপ করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
বৈঠক শেষে তিনি বলেন, ‘বাংলাদেশের শ্রমিক অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু পর্যবেক্ষণ ছিল। সেসব বিষয়ে আলোচনা হয়েছে।’
যা দ্রুত সমাধান হবে বলে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হ্যালেন লাফেভকে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।