সাবেক চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেনের ইন্তেকাল: দাফন সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৪, ১০:১৯:৩৪ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন পরিষদ এবং সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সৈয়দ মকবুল হোসেন মাখন এর দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২৫ আগষ্ট) বেলা আড়াইটায় সিলাম ইউনিয়নের রুস্তমপুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় ইমামতি করেন মাওলানা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী।
শনিবার (২৪ আগষ্ট) রাত সোয়া বারোটায় তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী তাজরুল ইসলাম তাজুল, তেতলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল ইসলাম, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, জালালপুর সিনিয়র কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জ উ ম আব্দুল মুনঈম, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, প্রবীণ মুরব্বি মাস্টার আব্দুল মতিন, আলহাজ্ব সজ্জাদ মিয়া, সৈয়দ নবাব আলী, সৈয়দ ফরহাদ হোসেন, সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, বিএনপির নেতা হাজী আসাদ উদ্দিন, জামায়াত নেতা সাব্বির আহমদ, আওয়ামী লীগ নেতা নেছার আলী, আবু সাঈদ, জুবেরী ছাদ, মাস্টার আতিকুর রহমান, জাহেদ আলী, আব্দুল মতিন, বিএনপি নেতা লোকমান আহমদ, আত্তর আলী, মিজান চৌধুরী, সমাজসেবী সৈয়দ এম এ মহিত, শামিম আহমদ, মাস্টার আব্দুল মছব্বির, আব্দুর রহমান, আব্দুল মুকিত চৌধুরী, ফুটবলার আক্কাস উদ্দিন আক্কাই, গিয়াস উদ্দিন প্রমুখ।