শাহজালাল এডুকেশন এ্যান্ড কালচারাল সেন্টার এ্যাওয়ার্ড প্রদান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৪, ৭:০২:৪৭ অপরাহ্ন
লন্ডন অফিস: সামার হলিডে-তে প্রতিবছরের ন্যায় এবারও শাহজালাল এডুকেশন এ্যান্ড কালচারাল সেন্টার সিডকাপ মসজিদে বিশুদ্ধ কোরআন শরীফ শিক্ষার আয়োজন করা হয়।
বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন শিক্ষা দানের প্রতিষ্ঠান দারুল কিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকে অনুমোদিত প্রায় চার সপ্তাহ যাবৎ বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা দান শেষে গত ২২ আগস্ট বৃহস্পতিবার দুপুরে এ্যাওয়ার্ড প্রদান ও বিদায় অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়।
এ দারুল কেরাতের সভাপতি বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব হাজী নুর আলী ও সিডকাপ শাহজালাল এডুকেশন এ্যান্ড কালচারাল সেন্টার সিডকাপ মসজিদ ও ইসলামিক সেন্টারের ইমাম ও নাজিম হাফিজ মাওলানা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এবং হাফিজ মাওলানা হোসাইন ওয়াদুদের উপস্থাপনায় এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সেন্টারের ছাত্র তালহা খান, আহমেদ মুশবাহ, ইউনুস ও ইসমাইল সহিদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেরাত কোর্স কমিটির চেয়ারম্যান হাজী নুর আলী। এতে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব রুহি আহাদ। আরও বক্তব্য রাখেন অভিভাবক আনোয়ার উল ইসলাম, হাজী নজরুল ইসলাম, ময়নুল ইসলাম, নজমুল হোসেন চৌধুরী, মোঃ বসর,কারি মৌলানা হাসান আহমেদ, তৌফিক আহমেদ চৌধুরী, সুনিম বারী, কারী জহুর ও কারী আব্দুন নুর লতিফী, রফিকুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক হাফিজ হোসাইন আহমেদ ওয়াদুদ ও হাফিজ ডঃ সিহাব উদ্দিন, মোঃ জহুর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পবিত্র কোরআন মহান আল্লাহর প্রেরীত সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। পবিত্র কোরআন সহিহ শুদ্ধভাবে পাঠ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। তাঁরা আরও বলেন, সহিহ শুদ্ধভাবে পবিত্র কোরআন শিক্ষা ও তেলাওয়াত করা এখন সময়ের দাবি।
অনুষ্ঠানের শুরুতে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এতে দারুল ক্বেরাতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
পরিশেষে ইমাম ও নাজিম হাফিজ আব্দুল ওয়াদুদ বিশ্ব মুসলিমের জন্য বিশেষ মুনাজাতের মাধ্যমে সভার কাজ সমাপ্ত করেন।