দারুল কেরাত ইউকের প্রধান কেন্দ্রের পুরস্কার বিতরণী সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৪, ১:৪৫:১৩ অপরাহ্ন
ফজলুল হক লন্ডনঃ দারুল কেরাত ইউকের প্রধান কেন্দ্রের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সোমবার পূর্ব লন্ডনের দারুল হাদিস লতিফিয়ার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রিন্সিপাল ও প্রধান কেন্দ্রের নাজিম হযরত মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলীর সভাপতিত্বে কোর্সের সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ ৫৪ জন ছাত্র-ছাত্রীর মধ্যে সনদ ও পাগড়ী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান কেন্দ্রের সকল শিক্ষক অভিভাবক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাউন্সিলর সাঈদ আহমেদ।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মুহাদ্দিস মাওলানা শিহাব উদ্দিন, লতিফিয়া কারী সোসাইটির সেক্রেটারি মাওলানা মুফতি আশরাফুর রহমান, মাদ্রাসার গভর্নিং বোর্ডের চেয়ারম্যান মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাহার, সহ নাজিম মাওলানা হাফিজ আনহার আহমেদ, মাওলানা ইউসুফ আহমদ প্রমুখ।
মাওলানা সৈয়দ মাহমুদ হোসাইন এর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল আউয়াল হেলাল, মাওলানা মুজতবা হাসান চৌধুরী নোমান, মাওলানা ফয়সাল আহমদ, কারী সুফিয়ান বিল্লাহ প্রমুখ।
উল্লেখ্য দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর অধীনে সমারকালীন কোর্স এবার বৃটেনের বিভিন্ন শহরে প্রায় ষাটটি শাখার মাধ্যমে পরিচালনা করা হয়।