মিউ, ছোটোদের বায়োস্কোপের নতুন গান ‘গোলাপরানি’ প্রকাশিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৪, ১১:৫৯:৫০ অপরাহ্ন
অনুপম বিনোদন ডেস্ক: প্রকাশিত হয়েছে আজ ২০ আগস্ট সকাল দশটায় মিউ ছোটোদের বায়োস্কোপের নতুন গান ‘গোলাপরানি’।
গানটি গেয়েছেন অংকিতা। কথা ও সুর করেছেন সুফি সুফিয়ান। মিউজিক করেছেন সুদীপ চক্রবর্তী। শিশুরা ফুলের মতোই নিজের সৌন্দর্য ও শুভ্রতা সবার প্রাণে বিলিয়ে দিয়ে মহৎ এবং পরোপকারী হয়ে উঠুক, এই কথাই বলা হয় গানে গানে। কোন চাতুরি নয় সরল মনে হাত বাড়িয়ে দিক দুঃখীজনের দিকে। গানের কথা এরকম-
আমি তোমার মতো মিষ্টি হব
অন্ধচোখের দৃষ্টি হব
আমার মনে তোমার মতো
একটু মায়া ঢালো
গোলাপরানি ও গোলাপরানি তুমি কত ভাল
রাগ কর না, মান কর না, মন কর না কালো
যথারীতি গানে অ্যনিমেশন করেছে মিউ টিম। মিউয়ের কর্ণধার সুফি সুফিয়ান শিশুদের গানটি দেখার জন্য আহ্বান করেছেন। তাঁর বিশ্বাস গানটি শিশুমনে ইতিবাচক প্রভাব ফেলবে।
গানটির ভিডিও নিচে—