কারা কত জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিল, এখন কত জন আছে জানালো আইএসপিআর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৪, ২:২৩:২০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: দেশে গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। এ সময় প্রাণনাশের আশঙ্কায় সেনানিবাসে আশ্রয় নেয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, যাদের মধ্যে সবেচেয়ে বেশি ছিলেন পুলিশ সদস্য-কর্মকর্তারা।
আজ ১৮ আগস্ট রোববার আইএসপিআর-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, ওই সময় সবমিলিয়ে ৬২৬ জন সেনানিবাসে আশ্রয় নেন। এর মধ্যে ৫১৫ জনই পুলিশের সদস্য-কর্মকর্তা। ৫১৫ জনের মধ্যে ২৮ জন পুলিশ কর্মকর্তা, ৪৮৭ জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য।
কোটা সংস্কার আন্দোলনের শুরু ও রাজনৈতিক পট পরিবর্তনের পর ছাত্র-জনতার আক্রমণের শিকার হয় পুলিশ বাহিনী। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় পিটিয়ে মারা হয় ১৪ জন পুলিশ সদস্যকে। পদত্যাগ করে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর পুলিশের ওপর হামলা আরও বাড়তে থাকে। ওই পরিস্থিতিতে নিজেদের প্রাণ বাঁচাতেই সেনানিবাসে আশ্রয় নেন পুলিশের ওই সদস্য ও কর্মকর্তারা।
তবে অন্তর্বর্তী সরকার গঠন ও পুলিশ থানাতে ফিরতে শুরু করলেও আওয়ামী লীগ সরকারের আমলে দাপটে থাকা পুলিশ কর্মকর্তাদের এখনও খোঁজ পাওয়া যায়নি। এর মধ্যে রয়েছেন—সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি (এসবি প্রধান) মনিরুল ইসলাম, ডিআইজি হারুন অর রশিদ, ডিসি বিপ্লব কুমার, মেহেদি হাসান, সুদীপ, এডিসি ইলিয়াস, রমনার এডিসি আখতার, এসি ইমরান। তাঁরা দেশে রয়েছেন নাকি দেশের বাইরে তাও নিশ্চিত করা যায়নি।
আইএসপিআর জানিয়েছে, পুলিশ সদস্য ছাড়াও ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ বিবিধ ১২ জন ও ৫১ জন পরিবারের সদস্যদের আশ্রয় দেন তারা।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ৬১৫ জন সেনানিবাস ছেড়েছেন জানিয়ে আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলছে, আশ্রয় দেওয়া ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত চার জনকে তাঁদের বিরুদ্ধে অভিযোগ বা মামলার ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিন জন ও তাঁদের পরিবারের চার জন সদস্যসহ মোট সাত জন সেনানিবাসে অবস্থান করছেন। এ ক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সকল তথ্য দেওয়া হয়েছে।