সাবেক সচিব গ্রেফতার, যার বাসা থকে ৩ কোটি টাকা ও বিদেশি মুদ্রা পাওয়া গেছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৪, ১২:২২:১৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: যার বাসা থেকে ৩ কোটি টাকা ও বিপুল বিদেশি মুদ্রা পাওয়া গেছে সেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে, গত শুক্রবার (১৬ আগস্ট) মোহাম্মদপুরের বাবর রোডের তার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।
অভিযানে ৩ কোটি টাকা ৩ হাজার মার্কিন ডলার, ৩৫ হাজার কোরিয়ান মুদ্রা, চার হাজার সিঙ্গাপুর ডলার, ৩ হাজার সৌদি রিয়াল, দুই হাজার অস্ট্রেলিয়ান ডলারসহ মোট ১০ লাখ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।