মৌলভীবাজার চেম্বার অব কমার্সের ডিরেক্টরকে বিবিসিসি’র সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৪, ১:৫৬:১১ অপরাহ্ন
লন্ডন অফিস: ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের আয়োজনে গত শুক্রবার বিকেলে লন্ডন সফররত মৌলভীবাজার চেম্বার অব কমার্সের ডিরেক্টর আব্দুর রহিম রিপনের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিবিসিসি’র সাথে বাংলাদেশের মৌলভীবাজার চেম্বার, সিলেট চেম্বার অব কমার্সসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্য নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেকে উদ্বিগ্ন হলেও অচিরেই আরো শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
বিবিসিসি’র লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট মনির আহমদের সভাপতিত্বে ও বিবিসিসি’র ডিরেক্টর এবং বিশিষ্ট ব্যবসায়ী মুসলেহ আহমেদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু, সাবেক ভাইস প্রেসিডেন্ট মহিব চৌধুরী, আবুল কালাম আজাদ, বর্তমান ভাইস প্রেসিডেন্ট আবুল হায়াত নুরুজ্জামান, পরিচালনা বোর্ডের ডেপুটি ডিরেক্টর জেনারেল এমদাদ আহমেদ, ডিরেক্টর শফিকুল ইসলাম, প্রেস ও পাবলিসিটি ডিরেক্টর মিছবাহ চৌধুরী, বিবিসিসি’র নতুন মেম্বার আলী হোসেন, সানরাইজ-স্পেকট্রাম বাংলা রেডিও ফাউন্ডার ও মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল, জনমত সম্পাদক ও পরিচালক মুসলেহ উদ্দিন আহমেদ, দর্পণ সম্পাদক রহমত আলী, সময় সম্পাদক সিনিয়র সাংবাদিক সাঈদ চৌধুরী, আব্দুর রহমান, মোহাম্মদ আলী, মোহাম্মদ আতিকুর রহমান, মোহাম্মদ নুরুল আরমান, আবুল হোসেন, শওকাত ইসলাম ফরাজী, মোহাম্মদ আনোয়ার হোসেন শাওন, আহমেদ আলী, আব্দুর রকিব, মোহাম্মদ আনিস, মোহাম্মদ আজাদুর রহমান প্রমুখ অতিথি। বক্তারা উপস্থিত থেকে সংবর্ধিত অতিথির বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে আব্দুর রহিম রিপনকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। সবশেষে খাবার পরিবেশন করা হয় এবং এই স্বল্প সময়ে অনুষ্ঠানটি সুন্দরভাবে সফল করার জন্য ডিরেক্টর মুসলেহ আহমেদ ও মনির আহমদের প্রতি অনেক ডিরেক্টর কৃতজ্ঞতা প্রকাশ করেন।