লন্ডনে সিপিএএম ক্রিকেট টুর্নামেন্টে সিজন ৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৪, ৯:২৭:২৬ অপরাহ্ন
সালেহ আহমদ স’লিপক: বিলেতের জনপ্রিয় সংগঠন ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন অফ মৌলভীবাজার (সিপিএএম) ইউকে ক্রিকেট টুর্নামেন্টে ২০২৪ সিজন ৯ এর সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ আগষ্ট) নিউপোর্ট ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত হয় সেমিফাইনাল ও ফাইনাল খেলা। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত খেলোয়াড় ও প্রচুর দর্শকের উপস্থিতিতে প্রথম সেমিফাইনালে আনবিটেন ইলেভেন ৫ উইকেটে পরাজিত করে বার্মিংহাম ইউনাইটেডকে এবং দ্বিতীয় সেমিফাইনালে শুটিং স্টারকে ১৮ রানে পরাজিত করে ফাস্ট লায়ন ক্রিকেট ক্লাব ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
গত ২৮ মে ২০২৪ইং জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে সিপিএএম ইউকে ফ্রাঞ্চাইস টুর্নামেন্ট সিজন ৯। ৮টি দলের অংশগ্রহণে বৃটেনের বিভিন্ন শহরে ছয়টি ইভেন্টের মাধ্যমে টুর্নামেন্ট সমাপ্ত হয়।
আরো পড়ুন ⤵️
যুক্তরাজ্যে দাঙ্গাবাজ কারা এবং তারা কী সাজা পেয়েছে?
তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফাইনাল খেলায় রেজাউল ইসলাম রনি ও মেশকাত সাঈদ এর চমৎকার নৈপুনে আনবিটেন ইলেভেনকে ৯ উইকেটে পরাজিত করে ফাস্ট লায়ন ক্রিকেট ক্লাব টুর্নামেন্টের এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সিপিএএম ইউকের সাধারণ সম্পাদক সৈয়দ করিম রুমেল পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিপিএএম ইউকের সভাপতি কাউন্সিলর সালেহ আহমেদ।
প্রধান অতিথি ছিলেন টাইটেল স্পন্সর ইউর ফুডের ডাইরেক্টর শাহ জাহান। অতিথি ছিলেন সিপিএএম ইউকের উপদেষ্টা মুরাদ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ করিম ছায়েম, আম্পায়ার ও কমিউনিটি একটিভিষ্ট আহাদ আহমদ, সিপিএএম ইউকে সহ-সভাপতি আখলাসুল মোমিন, নোমান আহমেদ দুয়েল, সৈয়দ এলাহী পাপ্পু, সিনিয়র ক্রিকেটার জাকির হোসাইন, সহ-সম্পাদক আব্দুল বাসিত জুনেদ, লুৎফুর রহমান চৌধুরী রাজু, ওয়ালি আশরাফ মুরাদ, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম খান, কোষাধক্ষ রেজওয়ান রউফ প্রমুখ।
সিপিএএম ইউকে কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সিপিএএম ইউকের আয়োজনকে সাধুবাদ জানান এবং এই কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ করার পাশাপাশি সর্বাত্মক সাহায্যের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ফাইনাল খেলা শেষ উপস্থিত খুদে বাচ্চাদের নিয়ে খেলাধুলার আয়োজন করা হয়।