মালয়েশিয়ায় জাতীয় শোক দিবস পালন করলো আওয়ামী লীগ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৪, ১১:৪২:২৮ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়ায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেছে স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো।
দিনটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৫ আগষ্ট) মালয়েশিয়া আওয়ামী লীগ রাজধানী কুয়ালালামপুরের জালান ইপুহতে এবং জোহর শাখা আওয়ামী লীগ পৃথক পৃথক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল করেন তারা।
সভায় বক্তারা অভিযোগ করেন, “১৯৭৫ সালের ১৫ অগাস্টের ঘাতকচক্র এখনও সক্রিয়। মুক্তিযুদ্ধের বিরোধীরা নানা ষড়যন্ত্র করছে। তাদের অপশক্তিকে প্রতিরোধ করতে হবে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণ করে প্রবাসী নেতারা বলেন, “কোটা সংস্কার আন্দোলনের শুরুর দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও, পরবর্তীতে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে গোটা বিশ্ব ওয়াকিবহাল।”
‘দাবি পূরণ হলেও’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে ‘বাধ্য করা হয়েছে’ অভিযোগ করে নেতারা বলেন, “গোটা বাংলাদেশে জ্বালাও, পুড়াও আর ভাঙচুরে মেতে ওঠে দুর্বৃত্তরা। এক পর্যায়ে বাদ যায়নি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরটিও। বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ভাস্কর্য ভাঙচুর করে চরম অবমাননা করেছে তারা।”
প্রবাসী নেতারা সব হত্যার বিচারের পাশাপাশি যারা দেশে ‘অস্থিতিশীল পরিস্থিতি’ সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানান।
কুয়ালালামপুরে অনুষ্টিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল, সাধারন সম্পাদক অহিদুর রহমান অহিদ, সহসভাপতি দাতুশ্রী কামরুজ্জামান কামাল, রাশেদ বাদল, মনিরুজ্জামান মনির, হুমায়ূন কবির, দাতু আক্তার হোসেন, মামুনুর রশিদ মামুন, শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, মহানগর আওয়ামী লীগ সভাপতি এম আর মামুন, আতাউর বাবু, যুবলীগ নেতা জহিরুল ইসলাম জহির, তরিকুল আলম চৌধূরী প্রমূখ।
জোহরে অনুষ্টিত আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জোহর প্রদেশ আওয়ামী লীগের সভাপতি মো: ফাহিম, সাধারন সম্পাদক মো: হাজী নজরুল ইসলাম, সহসভাপতি মো: আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো: শামীম এজাজ, মো: নূরুজ্জামান বেপারী, মো: সেলিম প্রমূখ।