বড়লেখায় প্রবাসী ঐক্য পরিষদের আর্থিক অনুদান প্রদান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৪, ১১:১৪:৩২ অপরাহ্ন
আশফাক আহমেদ, বড়লেখা প্রতিনিধি :মৌলভীবাজারের বড়লেখায় রেমিট্যান্স যোদ্ধাদের সমন্বয়ে আর্তমানবতার সেবায় গঠিত বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে ও পরিষদের সদস্যদের অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার বর্ণী ইউনিয়নের ছেগা ও দাসেরবাজার ইউনিয়নের ধর্মদেহী গ্রামের ৩৬ টি পরিবারের মাঝে এ অনুদান দেয়া হয়।
সংগঠনের পরিচালক আজিম মাহমুদের সঞ্চালনায় ও সহ সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষাবিদ ও সমাজসেবক প্রভাষক এম এ মোহাইমিন, বিশেষ অতিথি বক্তব্য দেন জাতীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা’র) বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের অর্থ সম্পাদক সাংবাদিক আশফাক আহমেদ, ফয়ছল আহমদ, মাসুক আহমদ প্রমুখ।
সংগঠনটি ২০১৯ সালে প্রতিষ্ঠি হয়ে উপজেলায় সামাজিক, মানবিক, এতিমখানা সহ বিভিন্ন কার্যক্রম করে আসছে।