দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৪, ৭:২০:৪২ অপরাহ্ন
আব্দুল হামিদ খান সুমেদ: বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির এক সভা গত ১৩ আগস্ট মঙ্গলবার ইস্ট লন্ডনের জয়পুর রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়।
ট্রাস্টের সহ সভাপতি মোঃ মনির খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসিন উজ্জামান(নুরু)’র পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ।
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সফররত সিলেটের সুপ্রতিষ্ঠিত ট্রাভেলস লতিফ ট্রাভেলসের অন্যতম ডাইরেক্টর জহিরুল কবির শিরু এবং সংগঠক ও ব্যবসায়ী সালেহ আহমদ জিলান, ট্রাস্টের সহ সাধারণ সম্পাদক মোঃ কদর উদ্দিন, কোষাধ্যক্ষ হাজী জাহির আলী, সহকারী কোষাধ্যক্ষ আব্দুল হামিদ খান সুমেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুশ শহীদ, কার্যকরী কমিটির সদস্য শামসুদ্দিন তালুকদার শামস, হাজী খলিল উদ্দিন, মোঃ দৌলত হোসেন, হানিফ আহমদ খান, আবুল হোসেন মামুন এবং ট্রাস্টের শুভানুধ্যায়ী মোঃ মুক্তার খান।