ফেঞ্চুগঞ্জে জামায়াত-বিএনপির কর্মসুচি পালন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৪, ৯:৫৩:২৯ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্রেন্স উইক’ কর্মসুচির অংশ হিসেবে ১৫ আগষ্ট ফেঞ্চুগঞ্জে বিএনপি-জামায়াত অবস্থান কর্মসূচি ও মিছিল করেছে।
এদিন সকাল ১০টার পর থেকে উপজেলার প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে আন্দোলনকারীরা অবস্থান গ্রহণ করে। ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ দেশে অরাজকতা সৃষ্টি করতে পারে মনে করে বিএনপি-জামায়াত আওয়ামী লীগকে ঠেকাতে রাজপথে অবস্থান কর্মসুচি পালন করে। দিনব্যাপী উপজেলা বিএনপি-জামায়াত তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাজপথে শক্ত অবস্থান নেয়। দিনটিতে ফেঞ্চুগঞ্জের কোথাও আওয়ামীলীগ কিংবা ছাত্রলীগ, যুবলীগের কারও দেখা মেলেনি। সকাল ১১টায় জামায়াতে ইসলামী ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার আমীর ইমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে মোটর শোভাযাত্রা নিয়ে একটি মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জামায়াতে ইসলামী ফেঞ্চুগঞ্জ সারকারখানা, থানারোড, পয়েন্ট, মাইজগাঁও বাজার এবং সিলেট-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফেঞ্চুগঞ্জ সেতুর দক্ষিণপাড়স্থ মাহমুদ উস সামাদ চৌধুরী চত্তরে অবস্থান কর্মসুচি পালন করে।
মিছিল ও সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলমীর সেক্রেটারি ফখরুল ইসলাম, জামায়াত নেতা হাবিবুর রহমান লিপন, এসিসটেন্ট সেক্রেটারি আব্দুর রশীদ দুদু। ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির ব্যারিষ্টার আব্দুস সালাম ও আব্দুল কাইয়ুম চৌধুরী গ্রুপ পৃথকভাবে অবস্থান কর্মসুচি পালন করে। ব্যারিষ্টার আব্দুস সালাম গ্রুপ সকালে সিলেট-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাহমুদ উস সামাদ চৌধুরী চত্বরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি পালন করে।
এতে অংশগ্রহণ করেন সালাম গ্রুপের উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি মঈন উদ্দীন, যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া খাঁন, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদ, সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান মুকুল, দপ্তর সম্পাদক আল কাউসার হাবিব টিটু, অর্থ সম্পাদক রিপন আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক রিপন পাটোয়ারী, সিনিয়র ছাত্রনেতা আব্দুল হাই সিরাজ, সাবেক স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মিঠু, সাংগঠনিক সম্পাদক রাজেল আহমদ, জাসাসের সিলেট জেলা সদস্য মাসুদুল ইসলাম চৌধুরী রুপন প্রমুখ। কাইয়ুম চৌধুরী গ্রুপের ওহীদুজ্জামান চৌধুরী সুফির নেতৃত্বে উপজেলার বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি পালন করা হয়।