লন্ডন মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা পালিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৪, ২:২১:১৩ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন: লন্ডন মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ১২ আগষ্ট পূর্ব লন্ডনের ক্যামব্রিজ হিথ রোডের একটি রেস্টুরেন্টে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বরণসভা অনুষ্ঠিত হয়।
লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলতাফুর রহমানের মুজাহিদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।
সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান সহ-সভাপতি আলহাজ জালাল উদ্দিন, নঈম উদ্দিন রিয়াজ, মারুফ আহমেদ চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, আনহার মিয়া, ইলিয়াস মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, এই সময়টা আওয়ামীগের জন্য বড় দূঃসময় যাচ্ছে, সেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষে সকলকে কাঁদে কাদ মিলিয়ে একসাথে কাজ করতে হবে।
আগামী ১৫ই আগষ্ট শোকসভা সফল করার লক্ষে যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্দ্যোগে পূ্র্ব লন্ডনের আলতাব আলী পার্কে স্বরনকালের সর্ববৃহৎ শোকসভা পালন করার উদ্দ্যোগ নেওয়া হয়েছে। এতে আওয়ামীলীগের সকল নেতা কর্মীদের উপস্থিত থাকার আহব্বান জনানো হয়েছে।