বাংলাদেশে মানুষ খুন ও সম্পদ লুটের বিরুদ্ধে এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাছে স্মারকলিপি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৪, ৬:৪৯:০৭ অপরাহ্ন
আনসার আহমেদ উল্লাহ: বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী (পুলিশ) অকার্যকর হয়ে পড়ায় মানুষ খুন, আগুন সন্ত্রাস, ধন সম্পদ লুন্ঠন, নারীদের উপর হামলা ও ঘুম এর প্রতিবাদে যুক্তরাজ্য ইউম্যান রাইটস কমিশনের উদ্যোগে গত ৮ আগস্ট সেন্ট্রাল লন্ডনের ইস্টন স্ট্রিটে এক প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, সহ সভাপতি জামাল আহমেদ খানসহ আরও অনেকে।
সভায় বক্তারা বক্তারা বলেন, এই মুহূর্তে বাংলাদেশে যা ঘটছে তা কাম্য নয়। এটি বন্ধ করতে হবে নতুবা দেশের সব অর্জন নষ্ট হয়ে যাবে। এজন্য এ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে এ বিষয়ে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানান ।
পরে এ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল লন্ডন অফিসে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ফুটেজ সহ স্মারকলিপি হস্তান্তর করেন, হিউম্যান রাইটস ইউকের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, সহ-সভাপতি জামাল আহমদ খান, মামুন চৌধুরী, আহমদ আহসান, কাজী মাসুম, এম. এ সালাম, রাজিবুল হক বাদশা প্রমুখ।
এ সময় স্মারকলিপি গ্রহণ করেন এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইন্টারন্যাশনাল সেক্রেটারি মি: টমি উড।