দেশে পূর্ণমাত্রায় চালু জাতীয় জরুরি সেবা ৯৯৯
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৪, ১২:৪৮:৫১ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ পূর্ণমাত্রায় চালু হয়েছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। আজ মঙ্গলবার সকালে এ তথ্য জানানো হয়।
বর্তমানে ৯৯৯ হেল্পলাইনে ১০০টি ওয়ার্ক স্টেশন রয়েছে এবং একবারে ১২০টি কল রিসিভ করার সক্ষমতা রয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সহিংসতা ও সংঘর্ষে গত ৬ আগস্ট থেকে দেশের থানাগুলোতে পুলিশ না থাকায় এ সেবাটি অকার্যকর হয়ে পড়েছিল।
আজ মঙ্গলবার সকালে জাতীয় জরুরি সেবার প্রধান অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ তবারক উল্লাহ গণমাধ্যমে জরুরি সেবা চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমাদের ট্রিপল নাইন সার্ভিস বন্ধ হয়নি, সীমিত আকারে চালু ছিল। গত ৬ আগস্ট থেকে দেশের থানাগুলোতে পুলিশ না থাকায় আমরা সার্ভিস দিতে পারছিলাম না।’
তবারক উল্লাহ বলেন, ‘গতকাল দেশের প্রায় সব থানায় পুলিশ আবার কাজে ফিরেছে। আমরা এখন পূর্ণমাত্রায় ত্রিপল লাইন সার্ভিস দিচ্ছি।’
২০১৭ সালের ১২ ডিসেম্বর চালুর পর থেকে দুর্ঘটনা, বাল্যবিবাহ, অগ্নিকাণ্ড, পাচার ও সহিংসতার ক্ষেত্রে জরুরি সহায়তার জন্য সারা দেশে জনপ্রিয়তা অর্জন করে ৯৯৯। এমনকি কোনো কিছু হারিয়ে গেলে বা বন্যপ্রাণী উদ্ধারের মতো বিষয়ে সাহায্যের জন্য কল আসে ৯৯৯ নম্বরে।