সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকের সামার মেলা সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৪, ৪:৩৮:২৫ অপরাহ্ন
লন্ডন অফিস: সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকের উদ্যোগে ১১ আগস্ট রোববার কভেন্ট্রি শহরের কমিউনিটি রিসোর্স সেন্টারে সামার মেলা অনুষ্ঠিত হয়।
পরিবারের সবাইকে নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অতিথিদের উপস্থিতিতে সামার মেলাটি সাউথ সুরমা বাসীর মিলনমেলায় পরিণত হয়েছিল।
জামিরুল ইসলাম সিরাজের সার্বিক সহযোগিতায় মেলার কো-অর্ডিনেটর মেহরাব উদ্দিন অনুষ্ঠানের বিভিন্ন পর্বের সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে শিল্পী ও উপস্থিত অতিথিদের কন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে শুরু হয়।
মেলায় বৈচিত্র্যময় পোষাক, খাবার শিশুদের খেলাধুলার সামগ্রীর বিপনি বিতান সহ দেশি-বিদেশি শিল্পীদের নানারকমের ড্রামা, বাংলাদেশ ও যুক্তরাজ্যের গুণী শিল্পীদের কন্ঠে সংগীত পরিবেশন করা হয়।
মেলায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে সকল আগত অতিথিদের আপ্যায়ন করা হয়। এবং কমিউনিটির গুণীজনকে সম্মানীয় ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তব্য রাখেন শাহজালাল মসজিদের চেয়ারম্যান প্রবীন মুরব্বী মনছিম আলী সিতু মিয়া, জালালাবাদ মসজিদের সভাপতি মহরম আলী, ইউকে বিবিসিসিআই’র মিডল্যান্ড রিজিয়নের প্রেসিডেন্ট ইমাম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ইউকে বিসিসিআই নেতা ফারুক উদ্দীন, কাউন্সিলর রাকিবুল ইসলাম, মোহাম্মদ মুজিব হোসেন বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ আহবায়ক, আকিকুর রহমান আকিক দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির আহবায়ক, মাহমুদ হাসান দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক, সিরন মিয়া, ইকবাল মিয়া, আঃ লতিফ, রাজু মিয়া, আলী খান, বিশিষ্ট ব্যবসায়ী আশিক আলী, দবিরুল ইসলাম দবির, সেলিব্রেটি শেফ আব্দুস সালাম,সাব্বির আহমদ, লুৎফুর রহমান লুকু, দোলাল মিয়া।