জাগ্রত নারী উন্নয়ন সংস্থা-র সভাপতি শাহিন চৌধুরীকে সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৪, ১০:১৭:৪৫ অপরাহ্ন
লণ্ডন অফিস: ‘জাগ্রত নারী উন্নয়ন সংস্থা’-র সভাপতি ও রেডব্রীজ কমিউনিটি ট্রাস্টের জেনারেল সেক্রেটারি শাহিন চৌধুরীর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয় গত শনিবার। নিউবারী পার্কে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের ট্রেজারার এনামুল হক এনাম ও মিসেস এনামের উদোগে এই সংবর্ধনা অনুষ্ঠানটি গার্ডেনে একটি সুন্দর আয়োজন ছিলো। এতে সবাইকে স্বাগত জানান এনামুল হক এনাম।
এতে দুর দুরান্ত থেকে অতিথিরা এসে যোগ দেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাগ্রত নারী উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা সমুজ আলি।
বিশেষ অতিথি ট্রাস্টের প্রেসিডেন্ট ও বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ অহিদ উদ্দিন ‘জাগ্রত নারী’র বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য শাহিন চৌধুরীর বিশেষ অবদানের কথা তুলে ধরেন।
বিশেষ অতিথি ছিলেন মিডিয়া বাক্তিত্ব সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ফাউন্ডার মিছবাহ জামাল, উপদেষ্টা আকিকুর রহমান আকিক। আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহিউদ্দিন আহমেদ আলমগীর, মনজুর খান, নাঈম আহমেদ জয়, মনির আলি, মঈনুল ইসলাম, শাহিন আহমেদ, মকসুদ আহমেদ, মোহাম্মদ মুজিব হোসাইন, কার্তিক, জাগ্রত নারীর বাংলাদেশ প্রধান উপদেষ্টা সামি আলি, আকিকুর রহমান আকিক, মাকসুদ আহমেদ, আকতার হোসেন, জুনেদ মোহাম্মদ হক, ডানিয়েল হক প্রমুখ।
উল্লেখ্য জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশের কার্যক্রমে দেশের বিভিন্ন উপজেলায় এ পর্যন্ত প্রায় ৩৭০০০ সদস্য বাংলাদেশে আছেন বলে জানান সভাপতি শাহিন চৌধুরী। তিনি বলেন নারীদের সেলাই মেশিন, ও বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানি পান করার জন্য টিউবওয়েল স্থাপনেরও চেষ্টা চালিয়ে যাওয়া হবে।
নারীদের সমাজে আরও অবদান রাখা ও বিভিন্ন সংগঠনের সাথে যারা জড়িত তাদেরও আমন্ত্রণ জানানো হবে দেশে বিদেশে এই জাগ্রত নারীর সদস্য হয়ে সংগঠনের হাতকে শক্তিশালী করার আহবান জানানো হয়।
সভায় মোহাম্মদ অহিদ উদ্দিন ও মিছবাহ জামাল দুজনে তাদের বক্তব্যে বলেন মিডিয়ার মাধ্যমে তারা এই সংগঠনকে এগিয়ে নিতে সচেষ্ট হবেন।
সবাইকে মধাহ্ন ভোজ পরিবেশন করা হয় ও জাগ্রত নারীর সভাপতি শাহিন চৌধুরীর সম্মানে একটি কেক কাটা হয়।