বদলে যাচ্ছে পুলিশের লোগো ও ইউনিফর্ম
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৪, ১০:৫৮:৫৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: পুলিশ হেডকোয়ার্টার্সের একাধিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম ও লোগো বদলে যাচ্ছে।
শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের প্রেক্ষাপটে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও জনবান্ধব করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি সম্পর্কে জানেন, এমন একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গতকাল (১১ আগস্ট) একটি গণমাধ্যমকে বলেন, ‘ভয়ানক সহিংসতা এবং ছাত্রদের নেতৃত্বে হওয়া গণ-অভ্যুত্থানের পরে বর্তমান ইউনিফর্ম নিয়মিত পুলিশ ডিউটির জন্য উপযুক্ত ও স্বস্তিকর হবে না।’
ওই কর্মকর্তা বলেন, ‘পুলিশকে আগে জনবান্ধব হতে হবে। তাদের জনসাধারণের কাছাকাছি যেতে হবে। সে কারণেই তাদের ১১ দফা দাবিতে মধ্যম পদমর্যাদার ও নিচের সারির সদস্যদের পক্ষ থেকে পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছিল।’
পুলিশ বাহিনী ও স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের মধ্যে কয়েক দফা বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে বাংলাদেশ পুলিশের বৈষম্যবিরোধী কেন্দ্রীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ১১ দফা দাবিতে বাংলাদেশ পুলিশের যেসব সদস্য কর্মবিরতি পালন করছেন, তারা আজ সোমবার (১২ আগস্ট) থেকে কাজে যোগ দেবেন।
‘আইন প্রয়োগকারী বাহিনী হিসেবে পুলিশ আন্দোলন করতে পারে না,’ বলেন তিনি।
জাহিদুল আরও বলেন, ‘দাবি আদায়ের জন্য আমরা কর্মবিরতিতে ছিলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা আমাদের স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, পুলিশকে যেন আর রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয়, সেটি নিশ্চিত করা হবে। সেই সঙ্গে অন্যান্য দাবিগুলোও পূরণ করা হবে। এই প্রতিশ্রুতি পেয়ে আমরা আজ রাতেই প্রতীকী ডিউটি করব। আগামীকাল (সোমবার) থেকে পুলিশ কর্মক্ষেত্রে ফিরবে।’
উল্লেখ্য, কর্মস্থলে নিরাপত্তা, ৫ আগস্ট ও পূর্ববর্তী সহিংসতায় আহত-নিহত পুলিশ সদস্যদেদের ক্ষতিপূরণ প্রদান, পুলিশে সংস্কারসহ ১১ দফা দাবিতে কর্মবিরতিতে গিয়েছিলেন পুলিশ সদস্যরা।