কাউন্সিলর এমডি অলিকে সংবর্ধনা দিল ইতালি বাংলাদেশি কমিউনিটি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৪, ২:১৮:৫১ অপরাহ্ন
ইসমাইল হোসেন স্বপন, ইতালি : ইতালির ভিচেন্সা প্রভিন্সের মন্টেচিও ম্যাগিওর ২০২৪ এর নির্বাচনে পার্টিটো ডেমোক্রেটিকো (পিডি) দল থেকে সর্বোচ্চ সংখ্যক ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মিয়া এমডি অলি। শনিবার (১০ আগস্ট ) কাউন্সিলর মিয়া এমডি অলিকে ইটালি বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিয়া এমডি অলি ভিচেন্সা শহরের মন্তেক্কিও মাজ্জোরে পৌরসভার নির্বাচনে পিডি দল থেকে ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এমডি আলীর এ জয়লাভে ভিসেন্সায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বেশ উচ্ছ্বসিত।
আনফার আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় মেয়র সিলভিও (পারিসে)। মিয়া এমডি আলীঊ সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীরা উপস্থিত ছিলেন।
মিয়া এমডি অলি এই এলাকার প্রথম বাংলাদেশি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। তার দেশের বাড়ি সিলেটের দক্ষিন সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের কাদিপুর বড় গ্রামে।
এমডি আলী ছোট বেলা থেকেই ইতালিতে বসবাস করে আসছেন। পড়ালেখা শেষ করে নিজস্ব ব্যবসার সাথে জড়িত আছেন। পাশাপাশি ইতালির মূলধারার রাজনীতি এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত আছেন।
কাউন্সিলর হিসেবে জয়লাভ করে মিয়া এমডি অলি ইতালি ও বাংলাদেশি দুই সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরিতে কাজ করতে চান। তিনি সবাইকে একটি সুন্দর শহর উপহার দিতে চান।