আবাসিক হল খোলার সিদ্ধান্ত স্থগিত-সকল রাজনীতি নিষিদ্ধ হাবিপ্রবিতে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৪, ১২:৩৫:০৮ অপরাহ্ন
মুরাদ হোসেন, দিনাজপুর: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আবাসিক হল খোলার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।
রবিবার(১১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
হল খোলার সিদ্ধান্ত স্থগিত প্রসঙ্গে বলা হয়েছে, ” ১২ তারিখে হল খোলার ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে এবং নিরাপত্তার স্বার্থে স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হলে প্রবেশ করা নিষেধ।”
অন্য আরেকটি বিজ্ঞপ্তিতে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ প্রসঙ্গে বলা হয়েছে, ” বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সাধারণ শিক্ষার্থীদের দাবীর পরিপ্রেক্ষিতে অদ্য ১১/৮/২০২৪ খ্রি. তারিখ থেকে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সকল ধরণের দলীয় রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো।”
সেখানে আরো বলা হয়েছে, ” আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে।”