শমশেরনগর হাসপাতালের সেবা ও কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৪, ৭:৫২:২৪ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতালের আউটডোর সেবা, গত তিন মাসের কাজ ইত্যাদি নিয়ে ডাক্তার, নার্স সহ অন্যান্য স্টাফদের সাথে পর্যালোচনা এবং আগামী কর্মপরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ আগষ্ট) শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সহ-সভাপতি মুজিবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে এবং হাসপাতাল ওয়ার্কিং গ্রুপের অন্যতম মেম্বার মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন শমশেরনগর হাসপাতাল কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, অর্থ সম্পাদক মো আব্দুল মোত্তাকিন, মো. মাওলানা হেলাল উদ্দিন, মেডিকেল অফিসার ডাক্তার সৈয়দ কুতুব নাহিদ, নার্স মুন্নী আক্তার, রিসিপসোনিস্ট ফারহানা রহমাম, সহকারী নার্স জয়া দেবনাথ, অফিস সহকারী আব্দুল মন্নাফ, সোনাই মিয়া প্রমুখ।
আরো পড়ুন ⤵️
মৌলভীবাজার: বড়লেখায় বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা
সভায় গত তিন মাসের প্রথম দুই মাসে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার এবং ১ জুলাই থেকে ৫০ টাকা করে রেজিষ্ট্রেশন ফি গ্রহণ করে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে আগত রোগীদের প্রতি যথাযত সম্মান প্রদর্শন করার প্রতি গুরুত্বারোপ করা হয়। আগামী ২২ আগষ্ট শমশেরনগরে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার একটি ক্যাম্পিং করার সিদ্ধান্ত গৃহীত হয়। আগত দরিদ্র রোগীদের চিকিৎসা সেবায় প্রয়োজনীয় রোগ নির্ণয় (টেস্ট) করে দেওয়ারও আলোচনা হয়। হাসপাতালে টেস্টের সরঞ্জাম আসার আগ পর্যন্ত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।
আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করার পরও শমশেরনগর হাসপাতাল মেডিকেল অফিসার ডাক্তার সৈয়দ কুতুব নাহিদ, নার্স মুন্নী আক্তারের রোগীদের সাথে যোগাযোগ রক্ষা করে তাদের শারীরিক অবস্থার খবরাখবর নেওয়ায় তাদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। আগামীতে প্রতিমাসে নিয়মিত এভাবে সভা করারও সিদ্ধান্ত হয়।