ফিলিপাইন ফেরত ড. আনোয়ারুল ওয়াদুদ টিপুকে সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৪, ৩:৫৮:৩০ অপরাহ্ন
আশফাক আহমেদ, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক ও সাবেক সিলেট মহানগরীর সভাপতি ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু ফিলিপাইন থেকে স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ আগষ্ট) ইউনিয়ন অডিটোরিয়ামে সুজানগর ইউনিয়ন নাগরিক ফোরামের আয়োজনে সংগঠনের ইউনিয়ন সেক্রেটারি আব্দুল কুদ্দুস মারজানের সঞ্চাললায় ও ইউনিয়ন সভাপতি মাষ্টার সরফ উদ্দিনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি দেলোয়ার হোসেন সাঈদ।
প্রধান অতিথির রাখেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনের সংসদ পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, বিশেষ অতিথির রাখেন উপজেলা আমীর ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমদাদুল ইসলাম, সংবর্ধিত অতিথি ড.আনোয়ারুল ওয়াদুদ টিপু, সিলেট মহানগরীর সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন, সাবেক ইউপি সভাপতি আব্দুল মালিক, সদর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম সুহেল, সাবেক জেলা সভাপতি আব্দুল সামাদ, সুজানগর ডেভলপমেন্ট সোসাইটির সেক্রেটারি আসহাব উদ্দিন জুয়েল, সাবেক ইউপি সভাপতি ফরিজ আলী, আশরাফুল ওয়াদুদ অপ,জেলা সদস্য আব্দুল ওয়াদিদ।
আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সহ সভাপতি হাবিবুর রহমান, কাতার প্রবাসী ময়নুল ইসলাম,হেলাল উদ্দিন, আব্দুর রহমান এবাদ, এমদাদুল হক ।
এসময় বক্তারা দেশ ও সমাজকে সুন্দর করে গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান।