মৌলভীবাজার: বড়লেখায় বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৪, ৩:৪১:৩৪ অপরাহ্ন
আশফাক আহমেদ, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বাজার মনিটরিং করছেন বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীরা। এতে কমতে শুরু করেছে নিত্য পণ্যের দাম। তাদের এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ।
গত শুক্রবার (৯ আগস্ট) হাজীগঞ্জ বাজারের পৌর মার্কেটে বাজার মনিটরিং করে তারা।
এর পাশাপাশি শিক্ষার্থীরা নিজ উদ্যোগে উপজেলায় পরিস্কার-পরিচ্ছন্নতা, বৃক্ষরোপন, ট্রাফিক না থাকায় যানজট নিরসনে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছেন দিনরাত। এবার তারা বাজার মনিটরিংয়ে কাজে নেমেছেন।
বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীদের সাথে ছিলেন জামায়াতের উপজেলা আমীর ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমদাদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাসনা, বৈষম্যবিরোধী আন্দোলনে উপজেলা সমন্বয়ক আবু হাসান, ইসতিয়াক আহমদ, কিবরিয়া আল মাহমুদ, তামিম আহমদ, সৈকত ইসলাম, আবিদুল ইসলাম, জাকির হুসাইন প্রমুখ।
এসময় তারা নিত্য পণ্যের দাম সহনীয় রাখতে দোকানদারদের অনুরোধ জানান। কারণ বর্তমানে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিতে মানুষের কষ্ট হচ্ছে।
শনিবার পৌর মার্কেটের ব্যবসায়ীরা জানান, শিক্ষার্থীদের মনিটরিংয়ের ফলে সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। দু’এক সপ্তাহ গেলে আরও কমবে।