ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৪, ৫:১৬:০৪ অপরাহ্ন
ফজলুল হক লন্ডন: জননেত্রী শেখ হাসিনাকে জুরপূর্বক বাংলাদেশ ত্যাগে বাধ্য করানো, ৩২ নং বঙ্গবন্ধুর বাড়িতে অগ্নি সংযোগ, ৬৫ হাজার গ্রামে অগ্নিসংযোগ, হত্যা, নির্যাতন, লুট পাটের প্রতিবাদে ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ওয়েষ্ট লন্ডনের কেনসেল রাইজের এক রেস্টুরেন্টে তারাউল ইসলামের সভাপতিত্বে ও আব্দুল হান্নানের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী।
আরো পড়ুন ⤵️
বাংলাদেশে নৈরাজ্যের প্রতিবাদে যুক্তরাজ্য হিউম্যান রাইটস কমিশনের প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান
সভায় আরও বক্তব্য রাখবেন মামুন কবির চৌধুরী, আহমদ হাসান, আব্দুল হাফিজ বক্কর, মোহাম্মদ শহীদুর রহমান, নজরুল ইসলাম, কবীর মিয়া প্রমুখ।
সভায় অগ্নি সংযোগ, হত্যা, নির্যাতন লুটপাটের তীব্র প্রতিবাদ ও নিন্দা করা হয়। এবং বর্তমানে যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের নীরবতার তীব্র নিন্দা করেন।
বক্তারা বলেন- ইচ্ছাকৃত ভাবে আওয়ামীলীগকে নি:চিহ্ন করার জন্য লাইসেন্স দিয়েছেন। অচিরেই আমরা ঘুরে দাঁড়াবো এবং তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। বিজ্ঞপ্তি