বড়লেখায় সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় শিক্ষার্থী ও নিসচা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৪, ১:৫৬:২৪ অপরাহ্ন
আশফাক আহমেদ, বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের প্রধান সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে স্বেচ্ছায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থী, রোভার স্কাউট, বিএনসিসি ও নিসচার সদস্যরা। দেশের চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের এমন ভূমিকা সব মহলে প্রশংসিত হয়েছে। গত চারদিন থেকে বড়লেখা পৌরশহরে এই দৃশ্য দেখা যাচ্ছে।
শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশেন মতো দাঁড়িয়ে যানজট নিরসনে কাজ করেছে তারা। উল্টোপথে চলা গাড়িগুলো তারা আটকে নিয়ম মেনে চলতে চালকদের বুঝাচ্ছেন। এতে কেউ আর উল্টাপথে গাড়ি চালাচ্ছেন না। হেলমেটহীন মোটরসাইকে চালালে তাকে আটকে হেলমেট পরার পরামর্শ দিচ্ছেন। কেউ যত্রতত্র স্থানে গাড়ি রাখলে তাদের গাড়ি নির্দিষ্টস্থানে রাখতে বলছেন। এতে সড়কে শৃঙ্খলা ফিরেছে। যানজট কমেছে।
পথচারীরা জানান, যে কাজ ট্রাফিক পুলিশের সেটা শিক্ষার্থীরা করছে। ট্রাফিক পুলিশ না পারলেও শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ফিরিয়েছে। এই জন্য তারা প্রসংশার দাবিদার।
জাতীয় সামাজিক- স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইসলাম রিপন জানান, শেখ হাসিনা সরকার পদত্যাগের পর বিক্ষুব্দ জনতার ভয়ে সারা দেশে দায়িত্বে থাকা পুলিশ ও ট্রফিক পুলিশ কর্মবিরতি করায় পৌরশহরে যানজটের সৃষ্টি হয়। ফলে চার দিন থেকে সড়কে বিরামবিহীনভাবে যানজট নিরসনে নিসচা সদস্যবৃন্দরা শৃঙ্খলার কাজ করেছেন। সড়কে ট্রাফিক পুলিশ না ফেরা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। তাছাড়া নিসচা বড়লেখা শাখা সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামূলক কার্যক্রমসহ প্রতিনিয়ত সড়ক শৃঙ্খলা কার্যক্রমে অব্যাহত রয়েছে।
রোভার স্কাউটের টিম লিডার জাহাঙ্গীর আলম বর্তমান পরিস্থিতিতে ট্রাফিক পুলিশ দায়িত্বে না থাকায় বড়লেখা শহরে যানজট সৃষ্টি হচ্ছে। এই কারণে তারা গত তিনদিন থেকে সড়কে যানজট ও শৃঙ্খলা নিরসনে স্বেচ্ছায় কাজ করছেন। রোভার স্কাউট, বিএনসিসি ও নিসচার সদস্যরা মিলে এই কাজ করছেন। যারা উল্টাপথে গাড়ি চালাচ্ছেন, হেলমেটবিহীন মোটরাসাইকেল চালাচ্ছেন, যত্রতত্রস্থানে গাড়ি পার্কিং করছেন। সেসব মানুষকে তারা বুঝাচ্ছেন। বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। তারা তাদের কথা শুনছেন। এতে সড়কে সড়কে শৃঙ্খলা ফিরেছে। যানজট কমেছে। এতে অনেকে তাদের কাজের প্রশংসা করছেন।