বাংলাদেশে নৈরাজ্যের প্রতিবাদে যুক্তরাজ্য হিউম্যান রাইটস কমিশনের প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৪, ১২:৩৫:১০ অপরাহ্ন
লন্ডন অফিস: ৫আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগ পরবর্তিতে বাংলাদেশে চলতে থাকা গণহত্যা, গুম, অগ্নিসংযোগ, রাষ্ট্রীয় সম্পদের ব্যপক ক্ষতি ও নৈরাজ্যের প্রতিবাদে যুক্তরাজ্য হিউম্যান রাইটস কমিশন এক প্রতিবাদ সভা করেছে।
শুক্রবার বিকেলে সেন্টাল লন্ডনের কিংক্রসে এ প্রতিবাদ সভা পরবর্তীতে সুষ্ঠু তদন্ত চেয়ে মানুষের মানবাধিকার ফিরিয়ে আনতে এমনেষ্টি ইন্টারন্যাশনালে কর্মকর্তা টমি উডের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, সহ-সভাপতি জামাল আহমদ খান, মামুন কবির চৌধুরী, আহমেদ হাসান, সাংবাদিক ও অভিনেতা কামরুল আই রাসেল, কাজী মাসুম, মোঃ বাদশা প্রমূখ।