মৌলভীবাজার শহর পরিচ্ছন্ন অভিযানে জেলা স্বেচ্ছাসেবক দল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৪, ৭:৫৮:৪৭ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজার পৌর শহরে বিদ্যমান দাঙ্গাহাঙ্গামায় ভাংচুরের ফলে এবং পৌর এলাকার নিয়মিত ময়লা ফেলার কাজ বন্ধ থাকায় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন কাজে শিক্ষার্থীদের ন্যায় মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলে নেতাকর্মীরা যোগদান করেন।
শনিবার (১০ আগষ্ট) সকাল থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিএমএ মুক্তাদীর রাজু এবং সদস্য সচিব আহমেদ আহাদের নেতৃত্বে শহরের চৌমুহনী, এম সাইফুর রহমান সড়ক, কোর্ট রোড, শাহ মোস্তফা (রহ.) সড়ক সহ আশপাশ এলাকা ও মৌলভীবাজার মডেল থানার ময়লা আবর্জনা পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলে সাবেক সভাপতি কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা যুগ্ম আহ্ববায়ক আব্দুল মুমিন, যুগ্ম আহ্ববায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহ্ববায়ক আব্দুল হান্নান, যুগ্ম আহ্ববায়ক মামুনুর রশিদ, শেখ আবেদ আলী, মনসুর আহমেদ, সাইফুল ইসলাম সুহেল, জাকির আহমেদ শাফিন, জসিম উদ্দিন, মাহফুর রহমান মফিজ, শেখ মহসিন মিয়া, মোঃ যোবায়ের আহমেদ সহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।