দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের গ্রীষ্মকালীন ভ্রমণ অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৪, ১০:২৬:৫০ অপরাহ্ন
লন্ডন অফিস: দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের পক্ষ থেকে গত ৬ আগস্ট মঙ্গলবার গ্রীষ্মকালীন ভ্রমণের আয়োজন করা হয়। লুঠন থেকে যাত্রা শুরু করে লন্ডন হয়ে কার্ডিফের ব্যারি আইল্যাণ্ডে পৌঁছালে সেখানে সংগঠনের নেতৃবৃন্দকে অভ্যর্থনা জানান।
সংগঠনের অন্যতম সদস্য ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলী আকবর জেপি এবং সুইন্ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর জুনাব আলী, সভাপতি শাহজাহান শিকদার ও সাধারণ সম্পাদক এম এ আলীর নেতৃত্বে এ ভ্রমণে উপস্থিত ছিলেন— সংগঠনের সিনিয়র সদস্য মনির হোসেইন, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক স্পিকার খালিছ উদ্দিন আহমেদ, সৈয়দ মাহবুব, আলম, আব্দুল হক আবু, আব্দুল কাইয়ুম পংকি, আব্দুল মুক্তার শাইস্তা, জাহাঙ্গীর হোসেন, সিদ্দিকুর রহমান জয়নাল, খলিল খান, গাজী বকুল মিয়া, ইলিয়াছ আলী, গাজী আব্দুল আহাদ, ইমরান আজাদ, তোয়াহিদুর রহমান টিপু, রফিক উদ্দিন, আবুল কালাম, আনোয়ার আলী নামওয়ার, আজহার আলী, ইমরান আলী সহ আরও অনেকে। সেখানে সমুদ্রে সাঁতার কাটা, খেলাধুলা, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনষ্ঠিত হয়।
এতে খেলাধুলার মধ্যে ছিল ফুটবল, হাডুডু, দড়ি টানা ইত্যাদি, ফুটবলে লন্ডন একাদশ ও লুটন একাদশ অংশগ্রহণ করে। ট্রাইবেকারে লন্ডন একাদশ ৪/২ গোলে জয়লাভ করে, হাডুডুতে লন্ডন ও লুটন ড্র করলে লটারির মাধ্যমে লুটনকে বিজয়ী ঘোষণা করা হয়। দড়ি টানায় লুটন জয়লাভ করে।
খেলা পরিচালনায় ছিলেন মনির হোসেইন।
সবশেষে আলী আকবর জেপির সৌজন্যে কার্ডিফের ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট যুবরাজে রাতের খাবার পরিবেশন করা হয় এবং সেখানে র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। উক্ত পুরস্কার বিতরণীতে কার্ডিফ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আহাদ চৌধুরী, সিরাজ আলী, আব্দুল কয়ছর (বাছা মিয়া) আব্দুল মান্নান, হারুন রহমান, মো: আবু বাক্কর (ওয়াকার মিয়া), আব্দুল মুমিন, মোস্তফা সালেহ আহমদ লিটন, হেলাল মিয়া, আব্দুল মতিন, টিপু, দিলওয়ার চৌধুরী এবং মো: আনা মিয়া।