নরসিংদী কমিউনিটি ইন ইউকের বনভোজন সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৪, ২:১৯:১৯ অপরাহ্ন
ফজলুল হক লন্ডনঃ নরসিংদী কমিউনিটি ইন ইউকের পক্ষ থেকে “আমরা সবাই রাজা “এই স্লোগান এর উপর ভিত্তি করে এক বিশাল বনভোজনের আয়োজন করা হয় ।
লন্ডনে বসবাসবত নরসিংদী কমিউনিটির প্রায় ৫শতাদিক লোক ৫টি কোচ ভরে এবং প্রাইভেট গাড়ীতে পরিবার পরিজন সহ বৃহস্পতিবার ইস্ট লন্ডন থেকে বিরাট এক বহর নিয়ে ক্লাকটন অন সি বিচের সমুদ্র সৈকতে এক আনন্দ বনভোজনের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ইউকেতে বসবাসরত সর্বস্তরের নরসিংদীবাসী। বনভোজন আয়োজনে প্রধান সমন্বয়কারী হিসেবে ছিলেন মতিন মিয়া, কামাল হোসেন, সাইফুল ইসলাম, আতাউর রহমান, রমিজ উদ্দিন, আতিকুর রহমান, কাজল মাহমুদ, খোকন সরকার, শাহীন খান, এনসান আহমেদ, সোহাগ সরকার, হামিম মিয়া, মিলন উদ্দিন, বদরুল আলম নয়ন, ওয়াসিম মিয়া, মুস্তাফিজুর রহমান, শরিফ, সাইদুল খান এবং নরসিংদী কমিউনিটি ইন ইউকের উপস্থিত সকল ব্যক্তিবর্গ।
বনভোজনের মাধ্যমে নরসিংদী বাসীর মিলন মেলা মনে হচ্ছিল যেন এক টুকরো বাংলাদেশ লন্ডনের বুকে। এই বনভোজনে ছিল বিভিন্ন ধরনের মজাদার খাবার এবং ভাই /ভাবিদের সহ বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলাধুলা যা বাংলার সংস্কৃতিকে মনে করে দেয়।
বনভোজন শেষে প্রধান সমন্বয়কারী বলেন “আমরা সবাই রাজা “এই স্লোগানের উপর ভিত্তি করে ভবিষ্যতে আরো সুন্দর অনুষ্ঠান উপহার দিবে নরসিংদীবাসী ইন ইউকে। খেলা দুলায় যারা বিজয়ী হয়েছেন তাদের মাঝে আকর্শনীয় পুরুস্কার বিতরন করা হয়। সব শেষে লটারির মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরুস্কার দেওয়া হয়।