প্রকাশিত হলো সুফি সুফিয়ানের নতুন গান ‘ডানায় শক্তি আনো’(ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৪, ১১:১৩:৫২ অপরাহ্ন
অনুপম বিনোদন ডেস্ক: প্রকাশিত হলো সুফি সুফিয়ানের কথা ও সুরে নতুন গান- ডানায় শক্তি আনো। গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী পল্লবী মৌ। মিউজিক করেছেন প্রয়াত এম এ রহমান আমিন। মৃত্যুর বছরখানেক আগে এই গানটি কম্পোজ করেছিলেন গুণী এই মিউজিশিয়ান। তরুণদের প্রেরণা ও আত্মবোধ জাগ্রত করার লক্ষেই গানটি নির্মাণ করেছে বলে জানায় ঝিঁঝি টিম। হতাশ জেনারেশন, সৃষ্টি ও কর্মে মনোযোগী হলেই দাসত্ব ছৃঁড়ে ফেলে ওড়তে পারবে আপন ডানায়। এই বোধ জাগ্রত হোক তরুণদের মনে। গানের কথা এরকম-
হতাশার জাল বোনে
ঘরের কোণে কোণে
থাকলে কি আর স্বপ্ন নাচে
ডানায় শক্তি আনো ওড়ার আকাশ আছে
ঝিঁঝিগানের ইউটিউবে আজ সকাল দশটায় অফিসিয়াল মিউজিক ভিডিওটি রিলিজ হয়েছে। গানটির ভিডিও নির্মাণে কাজ করেছে-এশ ফিল্মস। আবদুল্লাহ আশরাফের নিদের্শনায় অভিনয় করেছেন পল্লবী মৌ এবং রিয়া বিশ্বাস ইমু। সিনেমাটোগ্রাফিতে ছিলেন সুমনাথ দাশ বিরাজ। লাইন প্রডিউসার জাকির শিমুল। কালার ও এডিটে অতীন বিশ্বাস। কাস্টিং ডিরেক্টর তাহমিদ হাসান। চিপ অ্যাসিস্টেন্ট ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন।