অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হলেন হেফাজতের সাবেক নায়েবে আমির অধ্যাপক ড.খালিদ হোসেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৪, ৩:৩৭:৪৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা পদে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির অধ্যাপক ড. আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হোসেন।
বৃহস্পতিবার ৮ আগস্ট রাত সাড়ে নটার দিকে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও তেরোজন উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেনের জন্ম চট্টগ্রামে, ১৯৫৯ সালের ২ ফেব্রুয়ারি। শিক্ষাজীবনের শুরুতে তিনি তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন তিনিবাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর তিনি পটিয়ার আল জামিয়া আল ইসলামিয়া মাদরাসায় লেখাপড়া করেন। ১৯৭১ সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদরাসা থেকে প্রথম বিভাগে আলিম ও ১৯৭৩ সালে ফাজিল পাস করেন।
ড. আ ফ ম খালিদ হোসেন একই সঙ্গে মাসিক আত তাওহীদের সম্পাদক, বালাগুশ শরকের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক।
১৯৫৯ সালের ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আ ফ ম খালিদ হোসেন। তার পিতা মুহাম্মদ হাবিবুল্লাহও একজন ইসলামি পণ্ডিত ছিলেন।
১৯৮২ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ (অনার্স) ও ১৯৮৩ সালে একই বিষয়ে এমএ পাশ করেন। ২০০৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে ‘হযরত মুহাম্মদ (সা.) এর খুতবা : একটি সামাজিক-সাংস্কৃতিক গবেষণা’ বিষয়ের উপর পিএইচডি সম্পন্ন করেন।
আ ফ ম খালিদ হোসেন ১৯৮৭ সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম ফাযিল মাদ্রাসায় আরবি ভাষা ও সাহিত্যের প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হয়। ১৯৯২ সাল থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম ওমরগণি এমইএস কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন। ২০০৭ সাল থেকে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার ধর্মীয় ও সাহিত্য বিষয়ক মুখপত্র মাসিক আত তাওহীদের সম্পাদক ও হালিশহর এ-ব্লক হজরত উসমান (রা.) জামে মসজিদের খতিব, আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরির মুহাদ্দিস হিসেবে দায়িত্বরত আছেন।
তিনি ২০২০ সালের ১৫ নভেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর এবং ২০২১ সালের ২ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা নির্বাচিত হন। ২০২৩ সালের ৮ জুলাই থেকে তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুরআনিক সায়েন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ পান।