দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা বাজার মনিটরিং করছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৪, ৪:২৭:১৮ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙ্গে পড়ায় সাধারণ শিক্ষার্থীরা নেমে এসেছেন রাস্তায়। পরিষ্কার করছেন রাস্তাসহ বিভিন্ন স্থাপনার আবর্জনা। দক্ষ হাতে করছেন রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ। এবার এসব শিক্ষার্থীদেরই দেখা গেছে বাজার মনিটরিং করতে।
বুধবার (৭ আগস্ট) কুমিল্লার বিভিন্ন কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন তারা।
এদিন নগরীরর টমছম ব্রিজ ও রানীর বাজারের বিভিন্ন কাঁচা বাজার ঘুরে শিক্ষার্থীরা দোকানে টাঙানো মূল্য তালিকা ও সেই অনুযায়ী পণ্য বিক্রি হচ্ছে কিনা সেটি মনিটরিং করেন। এ সময় তারা বিক্রেতাদের বেশি দামে পণ্য বিক্রি না করার অনুরোধ জানান। পাশপাশি কাউকে চাঁদা না দিতেও পরামর্শ দেন।
এই বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বিক্রেতারা সিন্ডিকেটকে দায়ী করছেন। তারা সেটি পর্যবেক্ষণ করছেন।
ভোক্তার ডিজি শিক্ষার্থীদের মনিটরিয়ের প্রশংসা করলেন
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, কিছু কিছু জায়গায় শিক্ষার্থীরা বাজার মনিটরিং করছে। এয়ার জন্য তারা সাধুবাদের যোগ্য। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ভোক্তার ডিজি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে কর্মকর্তাদের। সিন্ডিকেট ভাঙ্গার সময় এখনই। হিডেন চার্জ এখন আর নেয়া হচ্ছে না। নতুন করে যেন কেউ চাঁদাবাজিসহ হিডেন চার্জ নিতে না পারে, সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ এইচ এম সফিকুজ্জামান আরও বলেন– ‘বাজারে পণ্য নেই, অস্থির বাজার’, এমন গুজব সুপরিকল্পিতভাবে ছড়িয়ে বাজার অস্থিতিশীল করতে চাইছে কেউ কেউ। গুজবে কান দেবেন না। পণ্য আমদানি ও সাপ্লাই চেইন অনেকটাই স্বাভাবিক আছে বলে জানান তিনি।
উল্লেখ্য, বুধবার (৭ আগস্ট) সকাল থেকে কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করতে দেখা যায় সাধারণ শিক্ষার্থীদের। আজ রাজধানী ঢাকার কিছু জায়গাতেও বাজার মনিটরিং করতে দেখা যায় শিক্ষার্থীদের।