শেখ হাসিনার পদত্যাগে মালয়েশিয়া বিএনপির আলোচনা সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৪, ৪:০৫:১২ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া: শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর মালয়েশিয়ার প্রবাসীদের মধ্যে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। এ খবর পাওয়ার পর দলে দলে প্রবাসীরা শান্তিপূর্ন ভাবে মিষ্টি বিতরণ করে।
এ উপলক্ষে মালয়েশিয়ার বিএনপি ও তার অংগসংগঠনের উদ্যাগে মিষ্টি বিতরণ, আলোচনা সভা ও কেক কেটে বিজয় উদযাপন করেন।
সোমবার স্হানীয় রাত ৮ টার সময় কুয়ালালামপুরের টাইম স্কয়ার এলাকায় এক আলোচনা সভা ও বিজয় উদযাপন করে মালয়েশিয়া বিএনপি।
দলের সভাপতি বাদলুর রহমান খানের সভাপতিত্বে সঞ্চালনা করেন প্রচার সম্পাদক এসএম বশির আলম। বক্তব্য রাখেন, বি এন পি কেন্দ্রিয় কমিটির ক্ষুদ্র ঋন বিষয়ক সম্পাদক-এম এ কাইয়ুম,নির্বাহী সদস্য ফয়সাল আলিম, মালয়য়শিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ সভাপতি তালহা মাহমুদ, সহ সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব ও কাজী সালাউদ্দিন। যুবদলের সহ সভাপতি মঞ্জু খা, যুব নেতা জসীম উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন, বিএনপি সহ সভাপতি- এস এম রহমান তনু,এম,এ কালাম,যুবদল নেতা-বাদল কারার,নাবু সরকার,আক্তার হোসেন,ইস্মাঈল আকন্দ,আল আমিন,সেলিম,নাজমুল,মিরাজ,সোহেল,
সেচ্ছাসেবক দল নেতা কাজী সোহেল,হেলাল শিকদার সহ আরো অনেকে।
এসময় মিষ্টি বিতরণ করে কেক কেটে বিজয় উল্লাস উদযাপন করেন নেতা কর্মীরা। শেষে শহীদ জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন তালহা মাহমুদ।